• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    ঐতিহ্যবাহী মাজদিহি চা বাগানে চড়ক পূজা উদযাপন

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ২:৪৮:১৪ প্রিন্ট সংস্করণ

    স্টাফ রিপোর্টারঃ

    মৌলভীবাজার জেলা শ্রীমঙ্গল উপজেলা ০৫ নং কালাপুর ইউনিয়ন মাজদিহি চা বাগান বৈশাখ মাসে’র ১৩ তারিখে ঐতিহ্যবাহী মাঠে প্রতিবছর ন্যায় এবারই মৌলভীবাজার জেলা অর্ন্তভূক্ত বিভিন্ন চা বাগান, এলাকা থেকে অঢেল মানুষ সমাগমনে হিন্দু ধর্মালম্বী চড়ক পূজা জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন হয়েছে।
    চড়ক পূজাতে সাধারণত মহাদেব, পার্বতী দূর্গা, কালী, অসুর সাজে সজ্জিত ও নাচ করা, চড়ক পূজায় লাল সালু পরিহিত ভক্তরা জিহ্বায় শিক গাথা, পেটে শিক গাথা, মাথায় শিক গাথা, চার জন ভক্ত পিঠে বড়ি গেথে চড়ক গাছের রশির সাথে বেঁধে চড়কি ঘূর্ণণের মত ঘোরে থাকে। এছাড়াও হিন্দু সনাতন ধর্মানুসারে পুজা পার্বণ করে থাকে।
    মৌলভী চা বাগান পঞ্চায়েত কমিটি সভাপতি জ্ঞান উরাং বলেন প্রতিবছরের মত এবারই মাজদিহি চা বাগানে চড়ক পূজা উদযাপন করা হয়েছে এতে ১০-১৫ হাজার মানুষের আগমন ঘটেছে। চড়ক পূজা উদযাপন কমিটির ও গ্রাম পুলিশ প্রশাসন এর মাধ্যমে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে।
    মাজদিহি চা বাগান চড়ক পূজা উদযাপন কমিটি সভাপতি সাজন কাহার বলেন আজকে চড়ক পূজা উদযাপন করা হয়েছে হাজার মানুষের আগমনে উদযাপন কমিটি সুন্দর সুষ্ঠুভাবে আয়োজন এর মাধ্যমে সম্পন্ন করতে পেরেছি ও সবাইকে ধন্যবাদ জানান।

    আরও খবর

    Sponsered content