• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    ধামরাইয়ে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় ছাত্রের ওপর হামলা

      প্রতিনিধি ২৭ এপ্রিল ২০২৩ , ১:৪৮:০৭ প্রিন্ট সংস্করণ

    মোঃ আঃ রহিম জয়, জ্যেষ্ঠ প্রতিবেদক:

    ঢাকার ধামরাইয়ে মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয় ছাত্র রাজু (২০) ওপর বর্বাচিত হামলা করেছে এলাকার উত্ত্যক্তকারি চিহ্নিত মাদক সেবন ও ব্যবসায়ীরা। ওই ছাত্রকে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে তিনি ধামরাই সরকারি হাসপাতালে মৃত্যুর সাঙ্গে পাঞ্জা লড়ছে। বিশ্ববিদ্যালয় ছাত্রের ওপর হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

    এঘটনায় সোমবার সকালে ওই ছাত্রের বড় ভাই সাংবাদিক বাবুল হোসেন বাদি হয়ে ধামরাই থানায় হামলাকারি ১৬ জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।
    জানা গেছে,উপজেলার বালিয়া ইউনিয়নের বাস্তা গ্রামের চিহ্নিত  মাদক ব্যবসায়ী শামীম ও শুকুর আলীসহ কয়েকজন বখাটে ঈদের দিন বিকেলে কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের মেয়েদের উত্ত্যক্ত করে। এসময় দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় অনার্সের ২য় বর্ষের ছাত্র রাজু আহমেদসহ কয়েকজন শিক্ষার্থী ওই মাদক ব্যবসায়ীদের উত্ত্যক্তের প্রতিবাদ করেন। ঈদের পরেরদিন রোববার বিকেল ৫ টার দিকে রাজু শাসন এলাকায় রাস্তায় বসে আড্ডা দিতে ছিল। এসময় ওই মাদক ব্যবসায়ী শামীম ও শুকুর আলী নেতৃত্বে সন্ত্রাসী ফারুক, জুয়েল,রাসেল,সেলিম,শাকিল,রায়হানসহ ৫/৭ জন রাজুর ওপর হামলা করে। হামলাকারিরা ধারালো ছ্যান দিয়ে রাজুর মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে রাজু ধামরাই সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। তবে তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক। এঘটনায় আজ সোমবার রাজুর বড় ভাই বাদি হয়ে ১৬ জনকে আসামী করে ধামরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    এবিষয়ে রাজুর বড় ভাই সাংবাদিক মো. বাবুল হোসেন বলেন,মাদক ব্যবসায়ী শামীম ও শুকুর আলীসহ কয়েকজন বখাটে আমার গ্রামের  মেয়েদের ঈদের দিন উত্ত্যক্ত করেছিল। এর প্রতিবাদ করায় রাজুর ওপর হামলা করেছে সন্ত্রাসীরা। রাজুর ওপর হামলাকারিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।

    ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, আসামীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

    আরও খবর

    Sponsered content