• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজধানী

    মৌমিতা-ঠিকানা বাস এর যত সমস্যা শিক্ষার্থীদের সাথে

      প্রতিনিধি ২৯ এপ্রিল ২০২৩ , ১:৫৩:৪৫ প্রিন্ট সংস্করণ

    রাফি আহমেদ রাফিও বিশেষ   প্রতিনিধি:-

    নারায়ণগঞ্জ এর চাষারা-সাইনবোর্ড এলাকা থেকে মৌমিতা- ঠিকানা বাস গুলা চন্দ্রা পর্যন্ত চলাচল করে। এই রুটের বকশি বাজার,আজিমপুর,নিউমার্কেট, ধানমণ্ডি, কলাবাগান এলাকায় অনেক শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে,আর এসব শিক্ষাপ্রতিষ্ঠান এর অধিকাংশ ছাত্র-ছাত্রী মাতুয়াইল, রায়েরবাগ,শনির আখরা, কাজলা এলাকার ছাত্র-ছাত্রী, আর এসব ছাত্র-ছাত্রীদের অভিযোগ এই ২ বাস কোম্পানী তাদের বাসে উঠাতে চায় না,এর কারন হচ্ছে হাফ পাশ,কলেজ টাইম আর অফিস টাইম এক হয়ে যাওয়ায়, সকালে রাস্তায় অনেক মানুষের চাপ থাকে,তখন তারা ছাত্র-ছাত্রীদেরকে না উঠিয়ে সাধারণ যাত্রীদের কে বাস এ নেয়,কারন তারা ফুল ভাড়া দিবে
    এই বিষয়ে সরোজমিনে রাজধানীর শনির আখরা এলাকায় গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলে তাদের এই কর্মকাণ্ডের কথা জানা যায়
    একজন শিক্ষার্থী বলেন-আমরা শনির আখরা সকালে ৩০ -৪০ মিনিট দাড়িয়ে থেকেও বাস পাই না,তারা আমাদের দেখলে বাস টান দিয়ে চলে যায়,জোর করে,ঝুঁকি নিয়ে বাস এ উঠতে হয়,আর তারা মেয়েদের সাথে অনেক সময় খারাপ ব্যাবহার করে,বাস এর অনেক হেল্পার – ড্রাইভার এর বিরুদ্ধে নানা সময়ে নানা অভিযোগ পাওয়া গিয়েছে
    তাদের এই কর্মকাণ্ডের জন্য অনেক সময়ে আইডিয়াল কলেজ,ঢাকা কলেজ,সিটি কলেজ এর শিক্ষার্থীদের সাথে মারামারি হয়,শিক্ষার্থীরা বাস ভাংচুর করে
    এই বিষয়ে আইডিয়াল কলেজ এর এক শিক্ষার্থীর সাথে কথা বললে তিনি বলেন- আমরা ল্যাব এইড সিগ্যনালে বাস এর জন্য দাড়িয়ে থাকলে তারা বাস এর গেট লক করে রাখে,বিভিন্ন মিথ্যা কথা বলে নিতে চায় না,তখন শিক্ষার্থীদের সাথে হাতাহাতি হয় বা অনেক সময় শিক্ষার্থীরা রাগের বসে বাস ভাংচুর এর মত কর্মকাণ্ড ঘটায় এই বিষয়ে ল্যাব এইড পুলিশ বক্স এর দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক সার্জেন্ট এর সাথে কথা বললে তিনি জানান- অনেক সময় তাদের সাথে শিক্ষার্থীদের ঝামেলা হয়,বাসে উঠানো নিয়ে,তখন আমরা ব্যাবস্থা নেই,এছাড়াও তাদের কে বলা আছে শিক্ষার্থীদেরকে বাসে নেওয়ার জন্য, আমরা নিজেরাও মাঝে মাঝে তাদের বাস থামিয়ে উঠিয়ে দেই। এই বিষয়ে এইসব বাস এর ড্রাইভার এবং হেল্পারদের সাথে কথা বললে তারা বলেন – এগুলা কিছু ড্রাইভার করে,বেশি আয় এর জন্য। এইসব বাস এর দায়িত্বশীল একজন এর সাথে কথা বললে তিনি বলেন- আমরা এই বিষয়ে অবগত আছি,ইনশাআল্লাহ এই সমস্যার সমাধান হবে,আগামীতে এইসব আর হবে না

    আরও খবর

    Sponsered content