• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ায় আদালতে বিচারাধীন জায়গায় দখলে নেওয়ার চেষ্টা উর্ধতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা

      প্রতিনিধি ২ মে ২০২৩ , ১০:৫১:৫০ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম)প্রতিনিধি:-

    চট্টগ্রামের পটিয়ায় আদালতে বিচারাধীন জায়গা দখলে নেওয়ার চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পটিয়া উপজেলার দক্ষিণ হাইদগাও আমির আলীর নতুন বাড়ি এলাকায়। এঘটনায় মরহুম আমানত এর কন্যা ভুক্তভোগী বৃদ্ধ মহিলার ছেলে মো: রায়হান বাদী হয়ে গত ১২ এপ্রিল আমির আলীর পুএ আয়ুব আলী, রফিক আহমদ, রুস্তম আলী বিরুদ্ধে চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে মিছ মামলা নং ৪৬৫/২৩ ইং, ১৪৫ ধারায় মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলার শুনানি শেষে তদন্ত পুর্বক নালিশী তুমির দখল ও মালিকানা বিষয়ে স্কেচ ম্যাপসহ প্রতিবেদন দেওয়া জন্য সহকারী কমিশনার ভুমি (পটিয়া) কে নির্দেশ দেন এবং পটিয়া থানার ওসি কে নালিশী তুমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আদেশ প্রদান করে।

    মামলার এজাহার সুএে জানাযায় হাজেরা খাতুন দুই কন্যা মাজেদা বেগম ও সাইরা বেগম, পুএ সাইফুদ্দীন কে রেখে মৃত বরণ করেন। তার ১০ শতক জায়গায় দুই মেয়ে মিলে ৫ শতক এক ছেলে ৫ শতক প্রাপ্ত হয়। তার মধ্যে সাইফুদ্দিন এর প্রাপ্ত অংশ ৫ শতক আয়ুন আলী গং কাছে বিক্রি করে দেন। আয়ুব আলী গং গায়ে জোরে সন্রাসী দলবল নিয়ে মাজেদা বেগম ও সাইরা বেগম এর প্রাপ্ত অংশ বর্তমান মালিক মো: রায়হানের জায়গা জবর দখল চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেন। সে এ ব্যাপারে পটিয়া থানার ওসি ও হুইপ শামসুল হক চৌধুরীর হস্তক্ষেপ কামনা করেন।

    এ বিষয়ে পটিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, আদালতে নির্দেশ অনুযায়ী উভয় পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে কেউ শান্তি শৃঙ্খলা ভঙ্গ করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান। মো: রায়হান জানান বিরোধী জায়গা নিয়ে আদালতে তিনটি মামলা চলমান রয়েছে এবং থানায় অভিযোগ থাকার পরও প্রতিপক্ষ বিবাদী আয়ুব আলী গং তা না মেনে গায়ে জোরে সন্রাসী দলবল নিয়ে বিরোধী জায়গা দখলে নিতে বিভিন্ন ধরনের হুমকি ধামকি ভয়ভীতি প্রদর্শন করছেন বলে তিনি অভিযোগ করেন।

     

    আরও খবর

    Sponsered content