• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বরিশাল

    কৃষকের ধান কেটে দিল স্বেচ্ছাসেবক লীগ

      প্রতিনিধি ৪ মে ২০২৩ , ১২:১০:৩১ প্রিন্ট সংস্করণ

    আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

    ঝালকাঠির নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছে স্বেচ্ছাসেবকলীগ। দেশে বর্তমানে শ্রমিকের সংকট থাকায় ধান কাটতে বেশ সমস্যায় পড়ে যান কৃষকেরা। সবাইকে ধান কেটে দিতে উৎসাহী করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় নির্দেশনায় এ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা-কর্মীরা।

    বৃহস্পতিবার (০৪ মে ২০২৩) সকাল থেকে উপজেলার সিদ্ধকাঠি গ্রামের একাধিক কৃষকের পাকা ধান কেটে দেন স্বেচ্ছাসেবকলীগ নেতা-কর্মীরা।

    উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক এ্যাড. হাসান আলম সুমনের নেতৃত্বে যুগ্ম আহবায়ক মশিউর রহমান, স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল আলম রাজিব, নাবিউল, তন্মায় সহ সংগঠনের নেতা-কর্মীরা পাকা ধান কেটে দেওয়ার উদ্যোগ নেন।পরে নেতা-কর্মীরা বৃহস্পতিবার একত্র হয়ে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিতে সাহায্য করেন।

    উপজেলা স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহবায়ক এ্যাড. হাসান আলম সুমন বলেন, ‘আমার নেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপি মহোদয় ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নির্দেশনায় এবং জেলা আহবায়ক মোঃ শফিকুল ইসলাম শফিক ভাইয়ের নির্দেশে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছি আমরা।’

    তিনি জানান, সিদ্ধকাঠি গ্রামের কৃষক আঃ সাত্তার হাওলাদারের ২৬ শতাংশ জমির ধান কেটে তাঁর ঘরে পৌঁছে দেওয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content