• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি

      প্রতিনিধি ৭ মে ২০২৩ , ৬:০৬:৩৯ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী, বিশেষ প্রতিনিধি:- কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানার ছাত্রদের দস্তারে ফজিলত পাগড়ি প্রদান অনুষ্ঠান ৬মে শনিবার সকল ১১টায় বান্দরবান সদর উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ চেয়ারম্যান আলহাজ্ব পেয়ার মোহাম্মদ কমিশনার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরাজি, পুলিশ সুপার কেএম তারিকুল ইসলাম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদের নির্বাহী অফিসার উম্মে হাবিবা মীরা,বান্দরবান পৌরসভার মেয়ের সৌরভ দাশ শেখর, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, বান্দরবান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শামসুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদ যুগ্ম মহাসচিব আলহাজ্ব এডভোকেট মোছাহেব উদ্দিন বখতিয়ার। নতুন কোরআনে হাফেজ ওয়ালিদ হাসান সালমান,নতুন কোরআনে হাফেজ মোহাম্মদ ফরহাদ ও নতুন কোরআনে হাফেজ নাজিমুল হক ৩জন কোরআনে হাফেজ কে
    দস্তারে ফজিলত প্রদান করেন চট্টগ্রাম ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ ক্বারী আনিসুজ্জামান আল কাদেরী (মা:জি:আ:), অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বান্দরবান জেলা গাউছিয়া কমিটি সহ-সভাপতি আসহাব উদ্দীন চৌধুরী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বান্দরবান জেলা গাউছিয়া কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবু তালেব মইনী।

    অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী নতুন হাফেজদের সনদ পত্র বিতরণ ও প্রতিজন হাফেজকে দশ হাজার টাকা করে সম্মাননা প্রদান এবং এতিমখানায় ২লক্ষ টাকা অনুদান প্রদান করার ঘোষণা সহ অতি শিগগিরই হেফজখানা ওএতিমখানার নতুন ভবন করে দিবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
    এছাড়াও বান্দরবান পৌরসভার মেয়ের সৌরভ দাশ শেখর কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া হেফজখানা ও এতিমখানায় প্রতি মাসে ২বস্তা করে চাউল দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

    পরিশেষে অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকল কে ধন্যবাদ জানান, এবং মিলাদ ও মোজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

    আরও খবর

    Sponsered content