• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বাংলাদেশ

    শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকীর আজ শুভ উদ্বোধন

      প্রতিনিধি ৮ মে ২০২৩ , ২:৫১:২৮ প্রিন্ট সংস্করণ

    মোঃ মাসুম হোসেন অন্ত, (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

    সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারিবাড়ি মিলনায়তনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত ৩দিনব্যাপী অনুষ্ঠান মালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন মহান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও শাহজাদপুর আসনের মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।

    সেইসাথে কবির জন্মদিনকে কেন্দ্র করে কাছারি বাড়িতে চলছে ব্যাপক সাজসজ্জা। রংতুলির আঁচড়ে নানা আল্পনায় রঙিন হয়ে উঠছে কবির আঙিনা। বিচিত্র আলোকসজ্জায় বর্ণিল হয়ে উঠছে চারপাশ।

    প্রতিবছরের ন্যায় এবারও জমকালো আয়োজনের মধ্য দিয়ে কবির জন্মদিন উদযাপন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।

    আজ সোমবার (৮ মে) সকাল ১০ টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী অনুষ্ঠানমালা শুরু করা হয়েছে। এদিন রবীন্দ্র কাছারিবাড়ি অডিটোরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশের খ্যাতনামা শিল্পীদের পাশাপাশি আবৃতি, নৃত্য ও সংগীত পরিবেশন করবেন জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীবৃন্দ।

    আরও খবর

    Sponsered content