• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    সাংবাদিক তপন পালের গ্রামের বাড়ি থেকে মেহগুনি গাছ কেটে নেওয়ার অভিযোগ

      প্রতিনিধি ৮ মে ২০২৩ , ৯:৪১:০১ প্রিন্ট সংস্করণ

    মালিক বাড়িতে না থাকার সুযোগে প্রকাশ্য দিবালোকে বসত বাড়ির গাছ কেটে নিয়েছে তারই এক প্রতিবেশী সজিব কুমার পাল। ঘটনাটি ঘটেছে খুলনার বটিয়াঘাটা উপজেলার আমিরপুর এলাকায়।খবর পেয়ে তপন পালের ছেলে কপিলমুনি কলেজের ছাত্র সুদীপ্ত পাল বাড়িতে অবস্থানকালীন গাছ কাটার কারণ জানতে চাইলে তারা তাকেও নানাবিধ হুমকি -ধামকি দিয়েছে।

    এ ঘটনায় বাড়ির মালিক সাংবাদিক তপন পাল বাদী হয়ে গত ৬ মে’ বটিয়াঘাটা থানায় সজীবের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে জানানো হয়, আমিরপুরের মৃত বাবুরাম পালের ছেলে তপন পাল বর্তমানে বাড়ির বাইরে থাকেন। চাকুরির পশাপাশি সাংবাদিকতা করেন তিনি। তবে সম্প্রতি তপন পালের মায়ের মৃত্যু হলে বাড়িটি প্রায়ই জনমানব শূণ্য থাকে। এরই সুযোগে সজিব তার বাড়ির লোকজন নিয়ে তপনের সীমানার একটি মেহগনি গাছ কেটে নিয়েছে।
    সাংবাদিক তপন পাল জানান, এর আগেও সজিব ও তার ভাই অপূর্ব তপন পালের পিতা বাবুরাম পালের জীবদ্দশায় তাদের বাড়ির আইল-সীমা পিলার উপড়ে ফেলে এবং এতে বাঁধা প্রদান করায় তার পিতাকে মারতে উদ্যত ও জীবননাশের হুমকি দিয়েছিল। ঘটনায় ঐ সময় তপন পাল বটিয়াঘাটা থানায় একটি জিডি করে যার নং ১০০১/১৪। তবে ঐ সময় তারা ভবিষ্যতে কাজ করবেনা বলে থানায় একটি মুচলেকা দেওয়ায় সে যাত্রায় রক্ষা পায়। বাড়িতে কেউ না থাকার সুযোগে তারা বিভিন্ন সময় ক্ষতিসাধনের চেষ্টা করে আসছে। যার ধারাবাহিকতায় সম্প্রতি সজিব সদলবলে তপন পালের বাড়ির সীমানায় ঢুকে একটি মেহগনি গাছ কেটে নিয়েছে।

    এব্যাপারে বটিয়াঘাটা থানার এস আই প্রীতম মল্লিক বলেন, অভিযোগ পেয়েছেন। ঘটনার তদন্তপূর্বক যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

    আরও খবর

    Sponsered content