• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    গঙ্গাচড়ায় চার মাস মেয়াদী মোটর ড্রাইভিং প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন

      প্রতিনিধি ১০ মে ২০২৩ , ১:৫৪:৪৮ প্রিন্ট সংস্করণ

    মোঃআবু তালেব,স্টাফ রিপোর্টার:

    রংপুরের গঙ্গাচড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন SEIP প্রকল্পের অর্থায়নে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো BMET এর অধীনস্ত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে চার মাস মেয়াদী মোটর ড্রাইভিং উইথ বেসিক মেইনটেন্যান্স প্রশিক্ষণ কোর্সের ট্রাঞ্চ-০৩ এর ১ম ও ২য় ব্যাচের প্রশিক্ষণ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১০ মে) বিকেল ৫ ঘটিকায় উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের উদ্বোধন ও কার্যক্রম শুরু করা হয়। এ সময় গঙ্গাচড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মহিবুল ইসলাম তরুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নয়ন কুমার সাহা, সাবেক সহকারী কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল্লাহ, যুব সমাজ কল্যাণ সংস্থা (জেএসকেএস) রংপুর এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান। আরও উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষক দিপক চন্দ্র রায়, উপজেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাকিম আলম নয়ন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চাউল্ড লেবার প্রজেক্ট এর শিক্ষিকা লাভলী প্রমুখ।
    প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের মানুষের দক্ষতা বৃদ্ধির জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে প্রতিষ্ঠা করেন। কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করে দেশের মানুষ যেন তাদের কাজের দক্ষতা বৃদ্ধি করে বেকারত্বের সমস্যা সমাধান করতে পারবে, বিদেশে গিয়ে নিজের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি দেশের রেমিট্যান্স বৃদ্ধি করতে পারবে।
    গঙ্গাচড়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ মহিবুল ইসলাম তরু জানান, আমাদের প্রশিক্ষণ কেন্দ্রে সরকার কর্তৃক অনুমোদিত অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা মোটর ড্রাইভিং সহ বিভিন্ন কোর্স সমূহ পরিচালিত হবে। এ সকল কোর্স করে বেকারত্বের সমস্যা সমাধান হবে বলে আশা করি।

    আরও খবর

    Sponsered content