• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    জীবননগরে ২কেজি সোনাসহ আনসার সদস্য,স্কুলের দপ্তরী সহ আটক ৩

      প্রতিনিধি ১৩ মে ২০২৩ , ৩:২৯:৩৭ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসান রনি, দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি :

    চুয়াডাঙ্গার জীবননগরে ২ কেজি সোনাসহ আনসার বাহিনীর সদস্য,স্কুলের দপ্তরীসহ ৩ জনকে আটক করেছে ডিবি পুলিশ। এসময় ডিবির উপর দা দিয়ে হামলার চেস্টার সময় ধস্তাধস্তিতে দু চোরাচারানী জখম হয়েছে।

    দামুড়হুদা সার্কেলের এ এসপি জাকিয়া সুলতানা জানায়,শুক্রবার রাত ৮ টার দিকে চুয়াডাঙ্গা ডিবি পুলিশের ওসি ইন্সপেক্টর আঃ আলীমের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের শাহাপুর মোড়ে অবস্থান নেয়।এসময় সন্দেহ ভাজন দুজনকে দাড় করালে তারা দা দিয়ে ডিবি সদস্যদের উপর হামলার চেস্টা করে।ধস্তাধস্তির সময় দু’চোরাচালানী দার কোপে আহত হয় ও তাদের কাছে থাকা ১৫৯ ওজনের ৪টি সোনার বার উদ্দার হয। আটককূতরা হলো রায়পুর ইউনিয়নের ঘুগরাগাছি গ্রামের আঃ কাদেরের ছেলে আনসার বাহিনীর সদস্য মাজাহারুল(৩),বাড়াদী গ্রামের আঃ আজিজের ছেলে রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের দপ্তরী শাহবুদ্দীন(৩২) ও ঘুগরাগাছি গ্রামের হাসেম আলীর ছেলে আছির(৪০)।পুলিশ জানায়, উদ্ধারকৃত সোনার বাজার মূল্য ১ কোটি ৪৩ লাখ ১০ হাজার টাকা।

    আরও খবর

    Sponsered content