• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রেলওয়ের জায়গার মাটি কাটার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

      প্রতিনিধি ১৪ মে ২০২৩ , ৯:৩৪:১৬ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধ:-

    ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ের জায়গার মাটিকাটার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। রোববার (১৪ মে) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড় হরণ রেলগেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

    মানববন্ধনে নারী ও শিশুসহ নানা শ্রেণি-পেশার শতাধিক মানুষ অংশ নেন।এ সময় বক্তব্য দেন, বড় হরণ ইসলামিয়া দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. আশিকুল ইসলাম, অভিভাবক সদস্য উম্মেদ হাসান, খোরশেদ মিয়া, হুমায়ুন মিয়া, মোহাম্মদ সোলায়মান।

    এ সময় বক্তারা বলেন, মাদরাসার নামে লিজ আনা জমিতে দোকান নির্মাণ করতে চাইলে নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম ও তার সহযোগীরা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় ভেকু মেশিন দিয়ে রাতের আঁধারে মাটি কেটে নিতে লোক পাঠান চেয়ারম্যান।

    এছাড়াও নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছেন ওই চক্রটি। মানববন্ধন থেকে তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি করা হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে এলাকাবাসী।

    অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাটাই দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, পরিবেশ আইনে জলাধার ভরাটের কোনো নিয়ম নেই। ওই পক্ষটি রেলের জলাধর জায়গা ভরাট করছিল। প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে তাদের ভেকু মেশিন জব্দ করে বালু নিলামে বিক্রি করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত আমি মাটি কাটা শুরু করেনি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা মিথ্যা।

    এ বিষয়ে সদর সহকারী কমিশনার ভূমি মো. মোশারফ হোসেনের মোবাইলফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেন নি।

    আরও খবর

    Sponsered content