• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    মানিকছড়িতে পার্বত্য চট্টগ্রাম পুনরুজ্জীবিত প্রকল্পের অধীনে কর্মশালা অনুষ্ঠিত

      প্রতিনিধি ১৮ মে ২০২৩ , ২:৪৪:৩৫ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রামের টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য পানির উৎস সনাক্তকরণ ও পুনরুজ্জীবিত প্রকল্পের অধীনে এসএসএসসিএইচটি র ব্যবস্থাপনায় পানি সম্পদ মন্ত্রনালয়ের গবেষণা প্রতিষ্ঠান CEGIS র আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার, রক্তিম চৌধুরী’র সভাপতিত্বতে কর্মশালা অনুষ্ঠিত হয়।

    ১৮ মে-২০২৪ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় মানিকছড়ি উপজেলা পরিষদ হলরুমে পার্বত্য চট্টগ্রামের টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনার জন্য পানির উৎস সনাক্তকরণ ও পুনরুজ্জীবিত প্রকল্পের অধীনে এসএসএসসিএইচটি র ব্যবস্থাপনায় পানি সম্পদ মন্ত্রনালয়ের গবেষণা প্রতিষ্ঠান CEGIS র আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) রুম্পা ঘোষ, উপজেলা কৃষি অফিসার (ভারপ্রাপ্ত) মহিউদ্দিন আহম্মদ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার, মোহাম্মদ জবরুত খান, উপজেলা সমাজ সেবা অফিসার, মুরাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার, দেব প্রসাদ দত্ত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার, তৌহিদ উদ-জামান প্রমুখ। এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রিসোর্স পার্সন পানি সম্পদ মন্ত্রনালয়ের গবেষণা প্রতিষ্ঠান CEGIS’র তিনজন কর্মকর্তা ও বাটনাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মো. আব্দুর রহিম, যোগ্যাছোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা তথ্য সেবা অফিসার, সুমাইয়া আক্তার, ইউ,পি সদস্য মো. শাহ আলম ও মো. জয়নাল আবেদীন।

    হেডম্যান, কার্বারী, মাঠ সংগঠক ও পাড়াকমীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় উপস্থিত সকলে পানির উৎস বিষয়ে যার যার মতামত পেশ করেন এবং জরিপ কাজ পরিচালনার জন্য এসএসএসসিএইচটি’র পাড়াকর্মীদেরকে ধন্যবাদ প্রদান ও ভুয়সী প্রশংসা করা হয়।

    আরও খবর

    Sponsered content