• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    লোহাগড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারালো অসহায় ভ্যান চালক।

      প্রতিনিধি ১৯ মে ২০২৩ , ৯:৫১:২৯ প্রিন্ট সংস্করণ

    মোঃ আজিজুর বিশ্বাস,স্টাফ রিপোর্টার:

    যশোর-কালনা মহাসড়কে লোহাগড়ার লক্ষীপাশা চৌরাস্তায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পা হারালো ভ্যান চালক তারিক শেখ(২৭)। আহত তারিক শেখ কে পথচারীরা উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

    সড়ক দুর্ঘটনায় আহত তারিক শেখ লোহাগড়া পৌরসভার ৮নং ওয়ার্ডের রামপুর এলাকার মোসলেম শেখের ছেলে। সে ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছিল।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা থেকে আম বোঝায় করে (যশোর-ট ১১২৯৪১) ট্রাকটি যশোর থেকে ছেড়ে ঢাকার উদ্দেশ্য রওনা হয়।

    বৃহস্পতিবার (১৮মে) রাত ১০ টার দিকে উক্ত ট্রাকটি যশোর-কালনা মহাসড়কের লক্ষীপাশা চৌরাস্তায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের সামনের চাকায় ভ্যানচালক তারিক শেখের বাম পায়ের নিচের অংশ পিষ্ট হয়ে যায়।

    পথচারীরা উদ্ধার করে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় কর্তব্যরত চিকিৎসক ডাঃ শরিফুল বলেন, দুর্ঘটনায় ওই যুবকের বাম পায়ের নিন্মাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়, তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

    এদিকে, দুর্ঘটনায় পতিত ট্রাক ও ট্রাক চালককে জনতার সহযোগিতায় লোহাগড়া থানা পুলিশ আটক করে থানায় নিয়ে গিয়েছে।

    লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃনাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

     

    আরও খবর

    Sponsered content