• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পার্বত্য অঞ্চলের অধিকাংশ গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত, পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

      প্রতিনিধি ২০ মে ২০২৩ , ১:৩৭:৪৬ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন, পার্বত্য অঞ্চলের প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে সরকার। এ ধারাবাহিকতায় বর্তমানে দুর্গম পার্বত্য অঞ্চলের অধিকাংশ গ্রাম বিদ্যুতের আলোতে আলোকিত হয়েছে। যেসব দুর্গম এলাকায় বাকি রয়েছে, সেসব এলাকায় সোলারের আলো আলোকিত করা হবে।

    ১৯মে শুক্রবার দুপুরে বান্দরবান জেলার আলীকদম উপজেলার চৈক্ষ্য ইউনিয়নের ৩৩৮টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণকালে এসব কথা বলেন তিনি।

    এসময় তিনি আরও বলেন,পাহাড়ের আনাচে কানাছে বিদ্যুৎ সঞ্চালন লাইন সম্প্রসারণের কাজ চলছে। যেখানে বিদ্যুৎ লাইন বসানো যাবে না, সে সমস্ত দুর্গম পাহাড়ি এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুতের পৌঁছে যাবে। সোলারের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছানোর কারণে সেখানকার মানুষ দুর্গমতা কাটিয়ে ডিজিটাল সুযোগ সুবিধার অন্তর্ভুক্তির পাশাপাশি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ অংশ নিবেন দুর্গম পার্বত্য পল্লীগুলোর মানুষ।

    চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ চত্বরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সোলার হোম সিস্টেম প্রকল্পের প্রকল্প পরিচালক (উপ সচিব) হারুন অর রশীদ, জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো.লুৎফুর রহমান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মো.ইয়াছির আরাফাত, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ ও মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান সহ উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
    পরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে লামা উপজেলার কৃষকদের মাঝে কৃষি সরঞ্জাম কম্বাইন্ড হারবেস্টার ও রাইস ট্রান্সপ্ল্যান্টার বিতরণ উদ্বোধন করেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

    আরও খবর

    Sponsered content