• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    গোয়াইনঘাটে দেবরের নির্যাতনের শিকার গৃহবধূ:থানায় অভিযোগ

      প্রতিনিধি ২২ মে ২০২৩ , ১:২৪:৪২ প্রিন্ট সংস্করণ

    নোমান আহমদ গোয়াইনঘাট প্রতিনিধিঃ

    সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১২নং গোয়াইনঘাট সদর ইউনিয়নের লাটি গ্রামের মৃত বেলাল আহমদের স্ত্রী লাকী বেগম(৪৫)কে তার আপন দেবর মাওলানা জামাল আহমদ দীর্ঘদিন থেকে বিভিন্নভাবে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিলেন, এতে মৃত ভাইয়ের স্ত্রী রাজি না হলে তার উপর শারীরিক নির্যাতনসহ্ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মৃত ভাইয়ের স্ত্রীর নামে অসামাজিক স্টেটাস দিয়ে আসছেন বলে অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে লাকী বেগম বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগে উল্লেখ করে জানান,আনুমানিক ১৮মাস পূর্বে আমার স্বামী বেলাল আহমদ শারীরিক অসুস্থতার কারণে আমার ০১জন ছেলে ও ০১জন মেয়ে সন্তান রাখিয়া অকাল মৃত্যুবরণ করেন। বিবাদী জামাল আহমদ আমার স্বামীর আপন ভাই হয়,সে খুবই খারাপ,দাঙ্গাবাজ, বিশৃংখলাকারী,চরিত্রহীন ও পরনারীলোভী প্রকৃতির লোক হওয়ার কারণে আমার স্বামী অসুস্থ্য থাকাকালে আমাকে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে একাকী অবস্থায় অবলোকন করিতে পারিয়া খারাপ প্রস্তাব প্রদান করে,তাছাড়া উক্ত বিষয় চক্রান্তে বিবাদী মাওলানা জামাল আহমদ এর বিরুদ্ধে গোয়ানঘাট থানার মামলা নং ০৩, তারিখ ০৩/০১/২০২৩খ্রিঃ, ধারা-১৪৩/ ৪৪৭/৩২৩/৩০৭/৩৫৪/৩৭৯/৫০৬/৩৪ ও অভিযোগপত্র নং ৩৪৩, তারিখ ৩১/১২/২০২২খ্রিঃ, ধারা-৪৪৭/৩২৩/৩৭৯/৩৫৪/৪২৭/৫০৬  পেনাল কোড। মাননীয় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী-২০০৩ এর ৯ এর ৪(খ),গোয়াইনঘাট জিআর-২৫৮/২২ দায়ের করি।উক্ত মামলা দায়ের করার পর বিবাদী জামাল ওরফে মোল্লা জামালকে থানা পুলিশ গ্রেফতার করিয়া জেল হাজতে প্রেরণ করেন।পরবর্তীতে বিবাদী জামাল আহমদ জামিনে আসিয়া আমার স্বামীর সায় সম্পত্তি ভোগদখল করতে শুরু করে উহাতে আমি বাঁধা দিলে পুনরায় সে আমাকে বিয়ে করিবার জন্য জোরপূর্বক হুমকি প্রদর্শন করে। দফায় দফায় তার সন্ত্রাসী হামলার শিকার আমি ও আমার পরিবারের লোকজন।তাই তদন্ত সাপেক্ষে মোল্লা জামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য গোয়াইনঘাট থানায় অভিযোগ দায়ের করি।

    এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) কে.এম নজরুল ইসলাম জানান,উনার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

    অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এসআই পিন্টু সরকার জানান,মাওলানা জামাল আহমদ সেদিন ৯৯৯এ কল দিয়ে তার পরিচয় দিয়ে বলেন,গোয়াইনঘাট থানাধীন সদর ইউনিয়নের লাটি গ্রামে তাকে একটি বাড়িতে আটকে রাখা হয়েছে এবং তিনি নিরাপত্তাহীন, যেকোনো সময় তাকে মেরে ফেলতে পারে, এরূপ বক্তব্যে তিনি পুলিশের জরুরি সেবা চেয়েছেন।আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি জরুরী সেবা ৯৯৯এ কল করে তিনি যে আতঙ্ক দেখিয়েছেন তা সত্য নয়, পুলিশ পৌঁছালে তিনি হেসে হেঁসে পুলিশকে রাস্তা থেকে রিসিভ করেছেন।পরে ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় সুত্রে জানা যায়, মোল্লা জামাল ও বাদী লাকি বেগম দেবর ভাবী হয় সম্পর্কে। এ নিয়ে দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধ চলছে,লাকী নামের একজন মহিলা অভিযোগ দায়ের করেছেন, বিষয়টির তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

    আরও খবর

    Sponsered content