• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    পটিয়ার প্রাকৃতিক সৌন্দর্য এলাকায় পৌরসভার ময়লার ভাগার বসানোর চেষ্টার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

      প্রতিনিধি ২৩ মে ২০২৩ , ২:৩৬:৪৪ প্রিন্ট সংস্করণ

    সেলিম চৌধুরী নিজস্ব সংবাদ দাতা পটিয়া:-

    চট্টগ্রামের পটিয়া পৌরসভা কর্তৃক উপজেলার পূর্ব হাইদগাঁও প্রাকৃতিক ভূমি এলাকায় ময়লার ভাগার (ডাম্পিং স্টেশন) করার জায়গা নির্ধারণ করার প্রতিবাদের হাইদগাঁও এলাকাবাসীর পক্ষ থেকে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলাবার (২৩ মে) বিকেলে হাইদগাঁও ত্রিপুরা দিঘি (বিওসি রোড) এলাকায় আয়োজিত মানববন্ধনের বক্তব্য রাখেন হাইদগাঁও ইউপির নির্বাচিত চেয়ারম্যান বিএম জসিম, ইউপি সদস্য আবদুল গনি, ফয়জুল আবেদীন সজীব, আবুল কাশেম, আবদুল মান্নান, হেলাল উদ্দিন, সমাজসেবক আলমগীর, যুবনেতা মহিউদ্দিনসহ শতাধিক এলাকাবাসী বক্তব্য রাখেন।

    বক্তারা বলেন, পটিয়া উপজেলার পূর্ব হাইদগাঁও মুজিব নগর খ্যাত প্রাকৃতিক সৌন্দর্য্যর অপরূপ লীলা ভূমি। এখানে বড়পীর হয়রত আবদুল কাদের জিলানী (রা:) এর আস্তানা শরীফ এবং শাহসূফী আবূল খায়ের সুলতানপুরী, আরেফ বিল্লাহ সুলতানপুী (রা:) এর মাজার শরীফসহ দাখিল মাদ্রাসা ও এমআই সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। বর্তমানে উক্ত জায়গাটি ঐতিহ্যবাহী সাতগাউছিয়া দরবার শরীফ নামে পরিচিত। মাজারের পাশে রয়েছে অপরূপ সৌন্দর্য্য সমারোহ পাহাড়ী ভূমি। প্রতিদিন শত শত লোক উক্ত মাজার জেয়ারতে আসেন এবং লোকজন প্রাকৃতিক স্থানে গিয়ে স্বস্তি’র নিশ্বাস  পেলেন। কিন্তু এই জায়গায় পৌরসভা ময়লার ভাগার (ডাম্পিং স্টেশন) বসিয়ে এলাকার প্রাকৃতিক সৌন্দয্য নষ্ট ও পরিবেশের ভারসাম্য নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। হাইদগাঁও এর জনগন কোন অবস্থাতে পৌরসভার এই ডাম্পিং স্টেশন করতে দেওয়া হবে না। পৌরসভার ময়লা আবর্জনা পৌরসভায় রাখতে হবে কোন অবস্থায় প্রকৃতিক সৌন্দর্য্য লীলা ভূমি হাইদগাঁও পাহাড়ী সমতল ভূমি এলাকায় পৌর ডাম্পিং স্টেশন করা যাবে না। পৌর কর্তৃপক্ষ হাইদগাঁও এলাকায় ডাম্পিং স্টেশন করার সিদ্ধান্ত পরিবর্তন না করিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুশিয়ারি দেন।

     

    আরও খবর

    Sponsered content