• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    খাগড়াছড়ির রামগড়ে বঙ্গবন্ধুর “জুলিও কুরি” পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

      প্রতিনিধি ২৮ মে ২০২৩ , ৩:৫৫:৩৭ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভূট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রশাসনের উদ্যোগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযথ মর্যাদা ও আনন্দ শো়ভাযাত্রা এবং আলোচনা সবার মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।

    ২৮ মে-২০২৩ রবিবার সকাল সাড়ে দশটায় দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে বেলুন উড়ানোর পর আনন্দ শোভাযাত্রাটি উপজেলা প্রশাসন কার্যালয় থেকে শুরু হয়ে পরিষদ হলে এসে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার, মমতা আফরিন’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিশ্ব প্রদীপ কুমার কারবারী। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মানস চন্দ্র দাস ও রামগড় থানার ওসি মিজানুর রহমান প্রমুখ। বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে উপলক্ষে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ও গুণীজনদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী। এ সময় বিভিন্ন দপ্তরের সরকারী বে-সরকারী কর্মকর্তা শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

    আরও খবর

    Sponsered content