• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    মানিকছড়িতে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণ শুরু

      প্রতিনিধি ৩০ মে ২০২৩ , ২:১৫:০৯ প্রিন্ট সংস্করণ

    মোঃমাসুদ রানা, স্টাফ রিপোর্টারঃ

    পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়িতে কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক তিন দিন ব্যাপি প্রশিক্ষণ শুরু হয়। ৩০শে মে মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মিলন কৃষ্ণ চাকমার সঞ্চালনা ও উপজেলা মৎস্য অফিসার প্রনব কুুমার সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ- পরিচালক মো.আব্দুল্লাহ আল হাসান, প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলার মৎস্য অফিসার মনোয়ার হোসেন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পার্বত্য অঞ্চলে জলাশয়ের অভাব, পতিত জমিতে ক্রিক বাঁধ দিয়ে জলাশয় তৈরি করে মাছের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তিনি আরো বলেন এ প্রকল্পের আওতায় পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় ২৬টি উপজেলায় কাজ করছে মৎস্য বিভাগ। তাই সকল প্রশিক্ষণার্থীদের মনোযোগ সহকারে প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বৃদ্ধি করতে হবে।

    ওইদিন এ প্রকল্পের আওতায় উপজেলার ৫ জন জেলেদের মাঝে ৪টি করে সর্বমোট ২০টি ছাগল বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content