• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গাজীপুর জেলায় ভূয়া সেনা কর্মকর্তা ও ভূয়া Rab পরিচয়ে আটক ২

      প্রতিনিধি ২ জুন ২০২৩ , ৪:৫৯:৩৪ প্রিন্ট সংস্করণ

    মোঃ রতন সরকার, স্টাফ রিপোর্টার:

    গাজীপুর জেলায় ভূয়া সেনা কর্মকর্তা ও ভূয়া Rab পরিচয় দানকারি_২ প্রতারক কে গ্রেফতার করেন জয়দেবপুর থানা পুলিশ। সেনাবাহিনী এবং ভূয়া RAB পরিচয় দিয়ে কিছুদিন পূর্বে ভিকটিম অটোরিক্সা চালক মোঃ সাইফুল ইসলাম (২০)কে অটোরিক্সসহ জয়দেবপুর থানাধীন ভাওয়াল মির্জাপুর বাজার নিয়ে যায়।সেখানে ভিকটিমকে প্রতারণা করিয়া চেতনা নাশক দ্রব্য সেবনের মাধ্যমে অজ্ঞান হলে, অটো রিক্সা চুরি করিয়া পলায়ন করেন। সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে অভিযান পরিচালনা করেন জয়দেবপুর থানা পুলিশ এবং ঘটনাস্থল সংলগ্ন রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের এবং স্থানীয় জনতার সহায়তায় জয়দেবপুর থানাধীন নয়নপুর সাকিনস্থ রাজেন্দ্রপুর সেনানিবাস,গাজীপুরএর হল মার্কেটে হইতে ইং ৩১-০৫-২০২৩ তারিখ ১।মোঃ রাজু মিয়া (৫১)পিতা- মৃত রহিম উদ্দিন,গ্রাম-সুল্লিপাড়া,থানা- পীরগাছা জেলা-রংপুর,বর্তমান গ্রাম-সারদাগঞ্জ(মোঃ হোসেন খানের বাড়ির ভাড়াটিয়া)থানা-কাশিমপুর জিএমপি,গাজীপুর২।মোঃসোহেল (৩১)পিতা-মৃত নজরুল ইসলাম গ্রাম-বদরগঞ্জ(থানাপাড়া),থানা-বদরগঞ্জ,জেলা-রংপুর বর্তমান গ্রাম-বাসন সড়ক (হাজী মোঃ ইকবাল হোসেনের বাড়ি ভাড়াটিয়া)থানা-বাসন,জিএমপি,গাজীপুর দ্বয়কে আটক করে। তাহাদের নিকট হইতে সেনাবাহিনীর ভুূয়া পরিচয় পত্র ও চেতনা নাশক দ্রব্য পাওয়া যায়।এ সংক্রান্তে ভিকটিমের মা রাশিদা বেগম লিখিত অভিযোগের ভিত্তিতে অত্র থানায় মামলা রুজু হয়। আসামিদ্বয় কে বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content