• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • জাতীয়

    বিজয় নগর উপজেলার ইউএনও এর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় আশিকুর রহমান রনিকে আদালত র্কতৃক ভৎসনা ও মামলা খারিজ

      প্রতিনিধি ২ জুন ২০২৩ , ২:৩২:৩১ প্রিন্ট সংস্করণ

    ষ্টাফ রিপোর্টার :

    ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার নির্বাহী র্কমর্কতা এ,এইচ ইফরার উদ্দিন আহমেদ এর নামে মিথ্যা মামলা করায় আশিকুর রহমান রনিকে আদালতের ভৎসনা ও মামলা খারিজ করে সর্তকবাণী দিয়েছে আদালত। এবং ভবিষ্যতে এমন মিথ্যে র্কমকান্ড না করতে সর্তক করেন। উল্লেখ্য গত ১৮/০৫/২৩খ্রিঃ রনি আশুগঞ্জ থানায় একটি মামলা করেন বিজয় নগর ইউএনওর বিরোদ্ধে। উক্ত মামলায় অভিযোগ করেন আশুগঞ্জ উপজেলার তালশহর গ্রামের রাস্তায় তার ৫০০ ডলার, ৭৫০০/টাকা,১ভরি স্বর্রণের চেইন ও একটি মোবাইল চিন্তায় হয়। যাহা কল্পনিক মনে হয়েছে আদালতের কাছে। এবং চিন্তাই হওয়া মোবাইলে নাকি ইউএনওর সিম ব‍্যবহৃত হয়। আসলে একাধিক তথ্য মতে উক্ত মোবাইলের প্রকৃত মালিক রনি নহে। বিভিন্ন তথ্যের বিত্তিতে আদালত উক্ত মামলিটি খারিজ করে দিয়ে রনিকে ভৎসনা দেয় ও সর্তক করেন। বিভিন্ন তথ্যে পাওয়া খবরে জানাযায় রনি একজন সাংবাদিকতার নামে পেশাদার চাঁদাবাজ। তার বিরুদ্ধে আশুগঞ্জ থানা তথ্য প্রযুক্তির বা আইসিটি এক্টে দুইটি মামলা রয়েছে। মামলায় দুই বার জেলও খেটেছে। র্বতমানে জামিনে আছে। চাঁদাবাজ রনির বিরুদ্ধে ষ্টাফ রিপোর্টার ইমরান তালাশীকে বিভিন্ন ভাবে হুমকি ও অকথ‍্য ভাষায় গালিগালাজ ও চাঁদাবাজির কারনে গত ২৮/০৫/২খ্রিঃ আশুগঞ্জ থানায় একটি জিডি করেন যাহার নং ১৬১৫। জিডি করারপর বিভিন্ন অনলাইন পৌর্টালে নিউজ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান তালাশীক‍ে রনি ও তার পরিবারের লোকজন আবার ও অকথ‍্য ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়। ষ্টাফ রিপোর্টার ইমরান তালাশীর সাথে কথা বললে তিনি জানান আমারহ নিরাপত্তা নিয়ে সংকিত আছি রনি ও তার পরিবারের লোকদের জন‍্য। আমি পরবর্তীতে তাহাদের বিরুদ্ধে আইনি ব‍্যবস্থা নিব।

    আরও খবর

    Sponsered content