• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    প্রতারক চক্রে হাতে ঠেলে দিলেন ইউপি সদস্য পনির হাওলাদার

      প্রতিনিধি ৩ জুন ২০২৩ , ৫:০৭:০৫ প্রিন্ট সংস্করণ

    এম এ আজিজ, ভ্রাম্যমান প্রতিনিধি বরিশাল:

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের উওর তালগাছিয়া(মুন্সিরাবাদ)গ্রামের মৃত মুক্তিযোদ্ধা আব্দুর রহমান হাওলাদার এর ছেলে এস এম আল মামুন হাওলাদারকে এক প্রতারক চক্রের হাতে ঠেলে দিলেন স্থানীয় ইউপি সদস্য পনির হাওলাদার।

    এইচ এম আল মামুন বলেন,০১/০৬/২৩ তারিখ আনুমানিক ১১ঃ৩০ মিনিট সময় আমাকে আমাদের ইউপি সদস্য মোঃপনির হাওলাদার মুঠো ফোনে ফোন দিয়ে বলেন,আমার সাথে চলতি দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার এর কথা বলে। এবং আমাকে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের এর কথা বলে ০১৮৯১৬০১৬৭৮ এই নাম্বার দিয়ে কল দিতে বললেন। আমি তাহার কথা অনুযায়ী চলিত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসারকে কল দিলে সে আমাকে জানায় যে,মুক্তিযোদ্ধাদের পরিবারের জন্য বিশেষ অনুদান আছে। আমাকে তৎক্ষণিক ৬২,২০০টাকা নগদে মাধ্যমে সোনালী ব্যাংকের এজিএম এর ০১৯৫৯০৮৫৬২৯ এই মোবাইল নাম্বারে পাঠাতে হবে। আমি সোনালী ব্যাংকের এজিএম এর সাথে কথা বলে আমাদের উত্তর তালগাছিয়া (মুন্সিরাবাদ বাজারের) নগদের এজেন্ট মো মাসুদ মোল্লা এর এজেন্ট নাম্বার হইতে এজিএম এর মোবাইল নম্বরে ৩০,০০০ টাকা প্রেরণ করি পরবর্তীতে উক্ত নাম্বার একাধিকবার ফোন দিলেও ফোন রিসিভ করে না। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে কাঠালিয়া থানায় একটি অভিযোগ করি এবংআমি এর বিচার চাই। স্থানীয় ইউপি সদস্য পনির হাওলাদার বলেন, আমাকে একটি নাম্বার থেকে ফোন দিয়ে বলে আমি উপজেলা নির্বাহী অফিসার বলছিলাম আপনার ওয়াডে মুক্তিযোদ্ধা আছে। আমি বলছি চারজন আছে তিনি বলেন, আমার এই নাম্বারে তাদেরকে যোগাযোগ করতে বলেন।তাই আমি মামুনসহ ৪জনকে ফোন দিয়ে নাম্বার দেই ও যোগাযোগ করতে বলি। এরপর কি হইছে আমি জানিনা।

    কাঠালিয়া থানার (ওসি) মোঃশহিদুল ইসলাম বলেন, আমাদের কাছে একটি অভিযোগ হয়েছে। তদন্তর সাক্ষীপে এর ব্যবস্থা নেয়া হবে।

    আরও খবর

    Sponsered content