• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • আন্তর্জাতিক

    কক্সবাজারে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

      প্রতিনিধি ৫ জুন ২০২৩ , ৬:২৪:৪১ প্রিন্ট সংস্করণ

    মোঃ রেজাউল করিম, ঈদগাঁও, কক্সবাজার।

    ‘সবাই মিলে করি পণ, বন্ধ হবে প্লাস্টিক দূষণ’ এ প্রতিপাদ্যে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবসের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টান।

    ৫ জুন সকালে শহরের শহীদ সুভাষ হল, কক্সবাজার ইনস্টিটিউট ও পাবলিক লাইব্রেরির হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এর আগে কক্সবাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরিবেশ দিবসের শোভাযাত্রা  শেষ করে।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার পরিবেশ অধিদপ্তরের পরিচালক ফরিদ আহমদ। সভাপতির বক্তব্যে কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান বলেন, আমরা প্রতিনিয়ত বিভিন্ন ভাবে প্লাস্টিক খাচ্ছি। যার ফলে আমাদের ক্যান্সার হওয়ার ঝুঁকি খুবই বেশি। আমাদের এ ঝুঁকি কমাতে প্লাস্টিকের ব্যবহার কমাতে  হবে । কক্সবাজারের বিভিন্ন জায়গায় চুরি করে গাছ কেটে বন উজাড় করছে। পাহাড় কেটে বাড়ি ঘর তৈরি করছে। এভাবে দিন দিন পরিবেশের ভারসম্য নষ্ট হচ্ছে। আমাদের বাঁচতে হলে পরিবেশ রক্ষা করতে হবে। আর পরিবেশ রক্ষা করতে হলে গাছ কাঁটা, পাহাড় কাঁটা, প্লাস্টিকের ব্যবহার কমাতে হবে।

    প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল বলেন, কক্সবাজার যত্রতত্র প্লাস্টিক ফেলা হচ্ছে। যার কারণে পরিবেশ ভারসম্য নষ্ট হচ্ছে। প্লাস্টিক ব্যবহারের কারণে পৃথিবী মানুষ বসবাসের অযোগ্য হয়ে পড়বে। পরিবেশের ভারসম্য রক্ষা করতে না পারায় দেশের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। তাই যত দ্রুত সম্ভব প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে হবে।

    বিশেষ অতিথির বক্তব্যে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস বলেন, আমরা চাইলে নিজ নিজ স্থান থেকে প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি। আজকে পরিবেশ দিবসে পানির বোতলের পরিবর্তে কাঁচের গ্লাসে পানি দেয়া হয়েছে। এভাবেই আরো বিভিন্ন ভাবে প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি।

    এছাড়াও বক্তব্য রাখেন কক্সবাজার প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ সংশ্লিষ্টরা।
    পরে জনসচেতনমূলক ভিডিও চিত্র স্ক্রিনে প্রদর্শন করে শিশু- কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কার তুলে দেন কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান।

    আরও খবর

    Sponsered content

    আরও খবর: আন্তর্জাতিক

    কচি কাঁচাদের সাথে হোলির উৎসবে একাকার জননেতা শওকত মোল্লা

    কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আগামী ১০ই, মার্চ ব্রিগেড ভরাট করার ডাক দিলেন তৃনমূল নেতৃত্ব

    পশ্চিম বাংলা র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী কাজের খতিয়ান দিতে দুয়ারে উপপ্রধান অ্যাডভোকেট মিকাইল মোল্লা

    যৌন কর্মীরা পাচারের শিকার নয, তারা চায় ন্যায় অধিকার, আজ দাবি তুললেন আন্তর্জাতিক যৌন কর্মী দিবস উপলক্ষে

    ভারতের যৌন কর্মীরা চোরাবালি র শিকারী নয়, বললেন দুর্বার মহিলা কমিটি র সেক্রেটারি বিশাখা

    প্রকৃতিক পরিবেশ সৃষ্টি করার লক্ষ্যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা উদ্বোধন করা হয় মগরাহাট পশ্চিমে