• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বান্দরবান জেলা বিএনপির সাথে যুবদল, সেচ্ছাসেবকদল ও ছাত্র দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

      প্রতিনিধি ৫ জুন ২০২৩ , ১:২৭:৫০ প্রিন্ট সংস্করণ

    মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:

    চট্টগ্রামে তারুণ্যের সমাবেশ-২০২৩ উপলক্ষে বান্দরবান জেলা বিএনপির সাথে জেলা যুবদল,জেলা সেচ্ছাসেবকদল ও জেলা ছাত্রদলের মতবিনিময় সভা ৪জুন রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় বান্দরবানে স্থানীয় একটি রেস্তোরেন্টের হল রুমে অনুষ্ঠিত হয়।

    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি মিসেস মা ম্যা চিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজা,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা বিএনপির সাবেক সহ সভাপতি বাবু লুসাই মং,জেলা বিএনপি নেতা চনুমং মারমা, পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। বান্দরবান জেলা যুবদলের সভাপতি জহির উদ্দীন মাসুম এর সভাপতিত্বে ও বান্দরবান জেলা সেচ্ছাসেবকদলের আহ্বায়ক আলী হায়দার বাবলু এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বান্দরবান জেলা সেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফুল আমিন ফরহাদ, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর, বান্দরবান জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, জাসাস সভাপতি এ্যাডভোকেট মো: আলমগীর,
    জাসাস সাধারণ সম্পাদক মো: ইউনুস,যুব নেতা মো: জাহাঙ্গীর, যুবনেতা বাদশা,ছাত্রনেতা মো: কাউসার প্রমূখ। মতবিনিময় সভায় বক্তারা বলেন, বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য এবং একই সঙ্গে ভোট কারচুপি ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতাকে সহিংস ভাবে দমনের যেকোনো নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকার যে অবস্থান নিয়েছে, তা বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের দাবি। মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপি দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন। যুক্তরাষ্ট্র থেকে যে ভিসা নীতি প্রণয়ন করা হয়েছে, সেখানে নির্বাচন সুষ্ঠু করার কথা বলা হয়েছে। তার মানে হলো, জনগণের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র, মানবাধিকার, ভোটাধিকার, আইনের শাসন, জীবনের নিরাপত্তা, বাকস্বাধীনতা কোনোটিই অর্জন সম্ভব নয়। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা না হলে দেশের মানুষও আওয়ামীলীগকে নিষেধাজ্ঞা দিবে।
    গুম, খুন, মিথ্যাচার, মিথ্যা মামলা ও গায়েবি মামলার রাজনীতির মাধ্যমে ভয়ভীতির পরিবেশ সৃষ্টি করে আবারো ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষা এখনো অব্যাহত রেখে আওয়ামীলীগ বড় ভুল করছে।

    আওয়ামী লীগ রাজনৈতিক ভাবে পরাজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তারা সরকারি কর্মকর্তা ও তাদের দলীয়করণকৃত কিছু প্রতিষ্ঠান ব্যবহার করে আজকে রাষ্ট্র চালাচ্ছে। জনগণের ভোট চুরি করে জনগণকে বাইরে রেখে ক্ষমতা দখল করছে। সেই জায়গায় চলে গেছে আওয়ামী লীগের নির্ভরশীলতা।

    বক্তারা আরো বলেন,সারা বিশ্ব আজকে বাংলাদেশে নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারীমূলক নির্বাচনের দিকে তাকিয়ে আছে। শুধু যুক্তরাস্ট্র নয়, সব বিশ্ববিবেক আজকে বাংলাদেশের মানুষের পাশে আছে। যত গণতন্ত্রকামী দেশ আছে, সবাই বাংলাদেশের নির্বাচন মানবাধিকার, আইনের শাসন, গণমাধ্যমের স্বাধীনতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। কারণ বাংলাদেশে অনির্বাচিত সরকার দেশ চালাচ্ছে। গণতন্ত্রহীন বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই বলেই তারা নজরদারি করছে। আজকে বাংলাদেশকে তারা যে জায়গায় নামিয়ে নিয়ে এসেছে, এর চেয়ে দুঃখের বিষয় আর কিছুই হতে পারে না। শেখ হাসিনার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই, নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই আগামী নির্বাচন হতে হবে। ভোট ডাকাতির নির্বাচন বাংলাদেশে আর হতে দেওয়া যাবেনা।

    আরও খবর

    Sponsered content