• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    নানান আয়োজনে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

      প্রতিনিধি ৬ জুন ২০২৩ , ৭:৫৪:২১ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    কেক কাটা, প্রীতিভোজ, বিশেষ মোনাজাতসহ নানান আয়োজনে পালিত হ’ল খাগড়াছড়িতে আইন-শৃংখলা রক্ষায় নিয়োজিত ২৪ আর্টিলারী ব্রিগেড গুইমারা রিজিয়নের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উপলক্ষ্যে পুরো গুইমারা রিজিয়ন সদর দপ্তর ছিল সাজানো গুছানো একটা পরিবেশ।

    দুপুরে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুনের হাতে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

    আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন রিজিয়ন কমান্ডার মো. কামাল মামুন। পরে আমন্ত্রিত অতিথিরা উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন আমন্ত্রিত সকল অতিথিদের আন্তরিক ধন্যবাদ জানান।

    অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শহীদ লে. মুশফিকের ভাই মো. সালাউদ্দিন, ডিজিএফআই খাগড়াছড়ি ডেট কমান্ডার কর্ণেল শাহ আলম সিদ্দিকী, বিজিবি গুইমারা সেক্টর কমান্ডার, পলাশপুর জোন অধিনায়ক , ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী সিন্দুকছড়ি জোন অধিনায়ক, লে. কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা,পি এস সি জি, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গুইমারা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মেমং মারমা, মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন প্রমুখ।

    এ ছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিশ্ব প্রদীপ কার্বারী, রামগড় পৌরসভার মেয়র রফিকুল ইসলাম (কামাল), গুইমারা উপজেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি আবদুল আলী, গুইমারা উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দুলাল আহমেদসহ বিভিন্ন সামরিক, বে-সামরিক পদস্থ কর্মকর্তাগণ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    এ সময় শহীদ লে. মুশফিকের পরিবারের পক্ষে ভাই মো. সালাউদ্দিন গুইমারা রিজিয়নের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

    আরও খবর

    Sponsered content