• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • উদ্ভাবন

    পটিয়ায় ব্র্যাকের সহায়তায় ৭৫ বিদেশ  ফেরত অভিবাসী এখন সফল উদ্যোক্তা

      প্রতিনিধি ৭ জুন ২০২৩ , ৩:৩৪:৫১ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:-

    দেশের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা ব্র্যাকের দুই কর্মসূচি ব্র্যাক মাইগ্রেশন ও ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির যৌথ প্রজেক্ট ফিউচার মেকার (প্রয়াস) এর বিদেশফেরত অভিবাসীদের নিয়ে পুণঃএকত্রিকরণ কর্মশালা এসডিপির  জেলা ব্যবস্থাপক মাহেরা বেগমের সঞ্চালনায় এলাকা ব্যবস্থাপক দীপক কুমার অধিকারীর সভাপতিত্বে পটিয়া উপজেলা অডিটোরিয়ামে গতকাল ৬ জুন ২০২৩ ইংরেজি, মঙ্গলবার সকাল দশটায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আতিকুল মামুন, উপজেলা নির্বাহী অফিসার, পটিয়া। বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহনাজ আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা সাহাব উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা পিপলু চন্দ্র নাথ। উপস্থিত ছিলেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির উর্ধ্বতন কর্মকর্তাগণ।

    প্রজেক্ট প্রেজেন্টেশন এ ব্র্যাক দক্ষতা  উন্নয়ন কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ রায়হান চৌধুরী  বলেন, করোনায় বিদেশ ফেরত ভাগ্য বিড়ম্বিত অভিবাসীদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ও তাদের অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করতে পটিয়ায় ৭৫ জন উদ্যোক্তাকে উন্নয়ন প্রশিক্ষণ, প্রয়োজনীয় পরামর্শ এবং কাউন্সেলিং সেবা প্রদান করা হয়েছে। স্ট্যান্ডার্ড চার্টার্ড ফাউন্ডেশন এর আর্থিক সহযোগিতায় ব্র্যাক মাইগ্রেশন ও ব্র্যাক  দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় প্রয়াশ প্রকল্পে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। ২০২১ সালের জুলাই মাসে শুরু হওয়া এ প্রকল্পে প্রশিক্ষণ নেওয়া ৭৫ জন উদ্যোক্তার মধ্যে ইতিমধ্যে ৬০ উদ্যোক্তা প্রশিক্ষণ পরবর্তী সময়ে বিভিন্ন ব্যবসা শুরু করেছেন। তন্মধ্যে ১৯ জন ব্যবসায়ী তাদের ব্যবসা পরিচালনা ও টেঁকসই কাঠামো উন্নয়ের জন্য ব্র্যাকের কাছে অফেরতযোগ্য আর্থিক সহায়তা পেয়েছেন।

    অনুষ্ঠানে বিদেশফেরতদের মধ্যে ব্র্যাকের সহায়তাপ্রাপ্ত সফল উদ্যোক্তা শাহজাহান বেগম, নাসির উদ্দিন ও টিপু সুলতান ব্রাকের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ নিয়ে কিভাবে সফল উদ্যোক্তা ও ব্যবসায়ী হয়েছেন সেই গল্প শোনান। উপস্থিত সকলে তাদের সফলতার গল্প শুনে অভিনন্দন জানান এবং অনুপ্রাণিত হন। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ আতিকুল মামুন বলেন- ব্র্যাক শুরু থেকে জনকল্যাণমূলক কর্মসূচি, দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রম, দেশের আর্থসামাজিক উন্নয়ন, বেকার নারী-পুরুষের দক্ষতা প্রশিক্ষণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে আসছে। এছাড়াও বিদেশ ফেরত ও অভিবাসীদের প্রশিক্ষণ আর্থিক সহায়তাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সফলতার সাথে কাজ করে যাচ্ছে বিরামহীন। তারই ধারাবাহিকতায় পটিয়ায় বিদেশ ফেরৎ ভাগ্যাহত অসহায়দের নিয়ে এমন প্রজেক্টের জন্য তিনি ব্র্যাককে অভিনন্দন ও ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, মানবকল্যাণমূলক বিভিন্ন কাজে ব্র্যাকের বিভিন্ন কর্মসূচি সুনামের সাথে কাজ করে যাচ্ছে সরকারের পাশাপাশি।

    আরও খবর

    Sponsered content