• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খুলনা

    চুয়াডাঙ্গার জীবননগরে বিজিবির অভিযানে সোয়া ২ কেজি স্বর্ণ প্রাইভেট কারসহ ৪ কারবারি আটক

      প্রতিনিধি ৯ জুন ২০২৩ , ১১:০৮:০১ প্রিন্ট সংস্করণ

    মাহমুদ হাসারন রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধি :

    চুয়াডাঙ্গার জীবননগরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ২ কেজি ২৪৫ গ্রাম স্বর্ণসহ ৪ কারবারিকে আটক করেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টার সময় বিজিবি জীবননগর উপজেলার হাসাদাহ বাজার থেকে স্বর্ণসহ চার কারবারিকে আটক করে। আটক ৪ স্বর্ণ চোরাকারবারী হলো নড়াইল জেলার লোহাগড়া থানার মঙ্গলপুর গ্রামের জিহাদ মোল্লার ছেলে এবাদুল মোল্লা (২৬), তমসুল মোল্লার ছেলে মাহাবুর হাসান (২৭), ইনসান কাজীর ছেলে রিয়াজ আলী (২১) এবং একই জেলার নড়াগাড়ী থানার থাশিয়ান গ্রামের ইয়ার আলীর ছেলে শেখ সোহেল রানা (৩৫)।
    শুক্রবার বেলা ১২ টার সময় মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার মহেশপুর-৫৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মাসুদ পারভেজ রানা নিজস্ব গোয়েন্দা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারীরা জীবননগর-চুয়াডাঙ্গা সড়ক দিয়ে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে সীমান্তের দিকে যাবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়কের নেতৃত্বে এবং উপঅধিনায়ক মেজর মো. রকিবুল ইসলামের সহযোগিতায় ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার বিকেলে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কে অবস্থান নেন। আনুমানিক বিকেল ৬ টার সময় সাদা রংয়ের একটি প্রাইভেটকার জীবননগর উপজেলার হাসাদাহ বাসস্ট্যান্ডে স্পীডব্রেকার পার হওয়ার সময় বিজিবির টহল দল গাড়ীটির গতিরোধ করে নিজেদের নিয়ন্ত্রণে নেন। পরে প্রাইভেটকারে
    থাকা এবাদুল মোল্লা, মাহাবুর হাসান, রিয়াজ কাজী এবং শেখ সোহেল রানাকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান গাড়ীর দ্বিতীয় আসনধারীর সিটের নিচে ১৪টি স্বর্ণের বার রয়েছে। তাদের স্বীকারোক্তি মোতাবেক সিটের নিচ থেকে স্বর্ণের ৬টি মিডিয়াম ফ্লাট বার এবং ৮টি বার উদ্ধার করা হয় এবং ৬ টি মোবাইল জব্দ করা হয়। ১৪টি স্বর্ণের বারের মোট ওজন ২ কেজি ২৪৫ গ্রাম।
    বিজিবি আরও জানান, আটকৃত স্বর্ণের বারসহ প্রাইভেট কার এবং মোবাইলের মূল্য ২ কোটি ২৪ লাখ ৭৫ হাজার ৭৫১ টাকা। আটক আসামীদের স্বর্ণের বার শুল্ক কর ফাঁকি দিয়ে ভারতে পাচারের জন্য বহন করা ও নিজ জিম্মায় রাখার অপরাধে তাদেরকে জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে। এছাড়া ১৪টি স্বর্ণের বার চুয়াডাংগা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content