• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    ময়মনসিংহে আবাসিক গ্যাস সংযোগ চালু সহ বিভিন্ন দাবিতে ব্রহ্মপুত্রপাড়ে নাগরিক আহাজারি

      প্রতিনিধি ৯ জুন ২০২৩ , ২:৪৭:২৩ প্রিন্ট সংস্করণ

    এনামুল হক ছোটন, ময়মনসিংহ :

    ময়মনসিংহের বাসা বাড়িতে আবাসিক গ্যাস সংযোগ চালু সহ বিভিন্ন দাবীতে ব্রহ্মপুত্রপাড়ে নাগরিক আহাজারি করেছে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও সুশীল সমাজের প্রতিনিধিগণ। ব্রহ্মপুত্র আমার জীবন, আসুন ব্রহ্মপুত্রকে বাঁচাই ” এই প্রোগান নিয়ে শুক্রবার (১৯ জুন/২০২৩ইং ) সকাল সাড়ে ১০ টায় ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র পাড়ে নাগরিক আহাজারি কর্মসূচি পালিত হয়েছে।

    আবাসিক গ্যাস সংযোগ চালু করা, ময়মনসিংহের উন্নয়ন, ব্রহ্মপুত্র নদের খনন, ময়মনসিংহ বিভাগীয় দপ্তর দ্রুত বাস্তবায়ন, যানজট মুক্ত শহর, রেললাইন স্থানান্তর সহ ঢাকা- ময়মনসিংহ ডুয়েলাগেজ ডাবল রেললাইন স্থাপন, সকালে ও বিকালে ঢাকা হতে ময়মনসিংহ দুই জোড়া আন্তনগর নতুন ট্রেন চালু, ৩ হাজার বেড বিশিষ্ট হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় রূপান্তর সহ বিভিন্ন দাবিতে ম্যামনসিংহ জেলা নাগরিক আন্দোলনের নাগরিক আহাজারি কর্মসূচি পালিত হয়েছে। জেলা নাগরিক আন্দোলনের সভাপতি এডভোকেট এ.এইচ.এম খালেকুজ্জামান এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম এর সঞ্চালনায় নাগরিক আহাজারি কর্মসূচিতে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, অধ্যক্ষ ডক্টর শাহাবুদ্দিন আহম্মদ, শাহ সাইফুল আলম পান্নু, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, আনোয়ারা খাতুন, শংকর সাহা, মিজানুর রহমান লিটন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূঁইয়া, মোহাম্মদ আব্দুর রাজ্জাক, শহিদুর রহমান শহীদ, খন্দকার ফারুক আহমেদ, ইবনুল সাঈদ রানা, এমএ কুদ্দুস, মোহাম্মদ নজরুল ইসলাম সাংবাদিক, আব্দুল কাদের চৌধুরী মুন্না, অধ্যক্ষ নুরজাহান পারভীন, সৈয়দা রোকেয়া আফসারী শিখা, খন্দকার সুলতান আহমেদ, বুলবুল আহমেদ, অ্যাডভোকেট শামিমুল আজম খান লিসন, মোহাম্মদ আতাউর রহমান, স্বাধীন চৌধুরী, গ্যাস ঠিকাদার মোঃ রজমান আলী খন্দকার, মোঃ মহর আলী, মোঃ জাহাঙ্গীর আকন্দ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
    এ ছাড়া নাগরিক আহাজারিতে তিতাস গ্যাসের আবাসিক সংযোগ চালুর দাবীতে অবস্থান কর্মসূচীতে বক্তাগণ বলেন, ৮/১০ বছর পূর্বে সারাদেশে ২ লক্ষ ১৫ হাজারের অধিক গ্রাহক এবং মামনসিংহ তিতাস গ্যাসে প্রায় ৫০ হাজার গ্রাহক আবাসিক গ্যাস সংযোগের অনুমোদন পেয়ে ডিমান্ড নোটের টাকা ব্যাংকে জমা করে রেখেছে। তিতাস গ্যাস সংযোগ নীতিমালা অনুযায়ী ব্যাংকে টাকা জমা হওয়ার পরবর্তী ১৮ কর্মদিবসের মধ্যে গ্যাস সংযোগ দেওয়ার বিধান থাকলেও গ্রাহকরা গ্যাস সংযোগ না পেয়ে অবস্থান কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়। এ সময় তারা মাননীয় প্রধানমন্ত্রী সমীপে অচিরেই গ্যাস সংযোগ চালুর দাবি তুলে ব্যানার প্রেকার্ড ফেস্টুন নিয়ে নাগরিক আহাজারিতে অংশগ্রহণ করতে দেখা যায়।

    উল্লেখ্য যে-এর আগে গত ২৫ মে মরমনসিংহ বিভাগীয় কমিশনার এর কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি এবং বিগত ৭ মে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চতুরে একই দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

    আরও খবর

    Sponsered content