• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বরিশাল

    ভান্ডারিয়া পৌর নির্বাচনে নৌকার মনোনয়ন পেলেন প্রবীণ আ. লীগ নেতা ফাইজুর রশিদ খসরু

      প্রতিনিধি ১১ জুন ২০২৩ , ৩:৪২:০৯ প্রিন্ট সংস্করণ

    মো আছিফ মল্লিক জেলা প্রতিনিধিঃ

    পিরোজপুরের ভান্ডারিয়ায় নবগঠিত পৌরসভার প্রথম নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফাইজুর রশীদ খসরু জোমাদ্দার, ঘোষিত তপছিল অনুযায়ী এ পৌরসভায় আগামী ১৭ জুলাই নির্বাচন অনুষ্ঠিত হবে ৷ ভান্ডারিয়া পৌরসভা গঠনের পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

    গতকাল শুক্রবার কেন্দ্রীয় আওয়ামীলীগের মনোনয়ন বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী সাবেক পৌর প্রশাসক ও প্রবীণ আওয়ামীলীগ নেতাকে নৌকার মনোনয়ন দেওয়া হয় বলে দলীয় সূত্রে জানাগেছে। এর আগে প্রবীণ এ আওয়ামীলীগ নেতা ২০২৩ সালে নভেম্বর মাসে পৌরসভার প্রশাসক হিসেবে নিযুক্ত হয়ে মে মাস পর্যন্ত দায়িত্বপালন করেছেন। জানাগেছে, উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি ফাইজুর রশীদ খসরুর পিতা বীর মুক্তিযোদ্ধা কাঞ্চন আলী জোমাদ্দার ভান্ডারিয়া উপজেলা আওয়ালীগের প্রতিষ্ঠাতা ।

    ফাইজুর রশিদ ১৯৮৭-১৯৯০ ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পরে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচিত হন। এছাড়াও তিনি উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন৷ ২০১০ সালে তিনি উপজেলা আওয়ামীলীগের সদস্য, ২০১৩ সালে আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক হন। ঐবছর শেষের দিকে উপজেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচিত হয়ে অদ্য পর্যন্ত দায়িত্ব পালন করছেন।

    তিনি একজন শিক্ষানুরাগি৷ তিনি স্থানীয় শিয়ালকাঠী মাধ্যমিক বিদ্যালয় ও আতরখারী আলীম মাদ্রাসার সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও স্থানীয় আবদুল কাদের হাফিজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা । বর্তমানে তিনি ওই মাদ্রাসার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৩ সালে তিনি ভান্ডারিয়া পৌরসভার প্রশাসক পদে নিযুক্ত হন।

    উল্লেখ্য , পোনা নদী তীরবর্তী ভান্ডারিয়া পৌরসভা ২০১৫ সালের ২২ সেপ্টেম্বর গঠিত হয়৷ ১১ দশমিক ৯২ বর্গ কিলোমিটার আয়তনের এ পৌরসভার ৫১ হাজার ২২৩ জন জনসংখ্যা ও ভোটার সংখ্যা ২২হাজার ৪শত ১৫জন । পুরুষ ভোটার ১১হাজার ২শত ৩৬জন, মহিলা ভোটার ১১হাজার ১শত ৭৯জন। পৌরসভা গঠনের পর প্রশাসক নিযুক্ত করে প্রশাসনিক কার্যক্রম চলে আসছিলো। তবে আগামী ১৭ জুলাই এ পৌরসভায় প্রথম নির্বাচন অনুষ্ঠিত হবে।

    আরও খবর

    Sponsered content