• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বিনোদন

    মাদকমুক্ত ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে কাকাশিস

      প্রতিনিধি ১২ জুন ২০২৩ , ৩:১৬:৩০ প্রিন্ট সংস্করণ

    মানবেন্দ্র রায় মনোজ, পীরগাছা, রংপুর প্রতিনিধি

    রবিবার,১০ই জুন, ২০২৩ ইংরেজি (২৭ জৈষ্ট্য, ১৪৩০ বঙ্গাব্দ) আজ সকাল ১১.০০ টা থেকে দুপুর 02.00 টা পর্যন্ত স্থান: লিচু তলা কারমাইকেল ক্যাম্পাস এ কাকাশিস (কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা সংস্কৃতি সংসদ) অনার্স ৪র্থ বর্ষের পরিক্ষার্থীদের হাতে পরিক্ষার শুভেচ্ছা উপহার সরঞ্জামাদি প্রদান এবং সাপ্তাহিক শিক্ষা ও সংস্কৃতি চর্চার ৪৪৯ তম আসরের বিশেষ অধিবেশনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে উক্ত আসরে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতা এবং অনুষ্ঠানের শেষ পর্যায়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এর আয়োজন করা হয়েছে।

    উক্ত আসরে উপস্থিত ছিলেন, সম্মানিত সদস্য খাইরুল ইসলাম খোকন ও ছাত্রউপদেষ্টা সুরভী আক্তার সহ কাকাশিসের বর্তমান পর্ষদের সদস্য এবং সাধারণ সদস্যবৃন্দ। আজকের আসরে সভাপতিত্ব করেছেন কাকাশিসের বর্তমান পর্ষদের সভাপতি সঞ্জয় কুমার সঞ্জু।উপস্থাপনায় : ভেজা বর্ম্মন সাধারণ সদস্য,কাকাশিস।

    তাদের এ অধিবেশনের মুল প্রতিপাদ্য বিষয় ছিলো অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মান এবং মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বিনির্মান। তথ্য ও জ্ঞানের বিকাশ কাকাশিস এর প্রধান উদ্দেশ্য। ২০০9সাল থেকেই কাকাশিস সফলতার সাথে বিভিন্নধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ও উন্নয়ন মূলক কাজ করে আসছে।সংগঠনটি বিভিন্ন ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে নানান পুরস্কারে ভূষিত হয়। এছাড়াও মুখাভিওয় চর্চা ও বধিরদের উন্নয়ন এ কাজ করে চলেছে এই সংগঠন। উল্লেখ্য, ২০০৯ সালের ১৯ নভেম্বর সংস্কৃতিনুরাগী কিছু শিক্ষার্থী কারমাইকেল কলেজের কদমতলায় একত্রিত হয়ে সুস্থ সংস্কৃতি চর্চা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার মধ্য দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গড়ে তোলে কারমাইকেল কাইজেলিয়া শিক্ষা-সংস্কৃতি সংসদ,রংপুর (কাকাশিস)।

    আরও খবর

    Sponsered content