• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • খেলাধুলা

    পীরগাছায় বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে 

      প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ৯:০০:৫২ প্রিন্ট সংস্করণ

    মোঃহাবিবুর রহমান (হাবিব), পীরগাছা প্রতিনিধি :

    রংপুরের পীরগাছায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট, বালক অনূর্ধ্ব-১৭ এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (১৯ই জুন) বিকালে পীরগাছা জেএন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উদ্বোধনী দিনে প্রথম ম্যাচে অন্নদানগর ইউনিয়ন ও কান্দি ইউনিয়ন মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এ ম্যাচে কান্দি ইউনিয়নকে ০/১ গোলে হারান অন্নদানগর ইউনিয়ন। দ্বিতীয় ম্যাচে ইটাকুমারী ইউনিয়ন ও পারুল ইউনিয়ন মধ্যকার খেলা হওয়ার কথা ছিল। কিন্তু ইটাকুমারী ইউনিয়ন খেলায় অংশগ্রহণ না করায় পারুল ইউনিয়ন বিনাপ্রতিদ্বন্দ্বীতায় বিজয়ী হন। খেলা শুরুর আগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পীরগাছা উপজেলার (ইউএনও) নাজমুল হক সুমনের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন,উপজেলা (চেয়ারম্যান) আবু নাসের শাহ মো. মাহবুবার রহমান।

    উপজেলা প্রশাসনের আয়োজনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ.লীগের (সভাপতি) তসলিম উদ্দিন, (সহ-সভাপতি) আব্দুল কুদ্দুছ ভূঁইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) মুসা নাসের চৌধুরী, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আ. খ. ম রুহুল কুদ্দুস, তাম্বুলপুর ইউনিয়ন (চেয়ারম্যান) বজলুর রশিদ মুকুল, কান্দি ইউনিয়ন (চেয়ারম্যান) আব্দুস সালাম আজাদ জুয়েল, পীরগাছা থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান, ক্রীড়া সংস্থার (সাধারণ সম্পাদক) এবি,এম মিজানুর রহমান সাজু, যুগ্ম সম্পাদক আতিকুর রহমান অলিপ ও ইসমাইল হোসেন সহ অনেকে।

    খেলা পরিচালনা করেন বাদশা মিয়া, সাজ্জাদ হোসেন রয়েল, রবিউস সানি লিটন, হামিদুল ইসলাম এ্যামিলি ও জাহাঙ্গীর আলম। খেলার শুরুতে জাতীয় সংগীত গেয়ে জাতীয় পতাকা উত্তোলণ শেষে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

    আরও খবর

    Sponsered content