• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    রথের রশিতে টান দিতে রংপুরের পালপাড়া মূলাটোলে লাখো লাখো ভক্ত সমাগম

      প্রতিনিধি ২০ জুন ২০২৩ , ১:১৪:৪৮ প্রিন্ট সংস্করণ

    মানবেন্দ্র রায় মনোজ, পীরগাছা, রংপুর প্রতিনিধি।

    আজ মঙ্গলবার রথযাত্রা৷ হিন্দুদের এক পবিত্র উৎসব রথযাত্রা। প্রতি বছর ওড়িশায় পুরীর জগন্নাথ মন্দিরে এই উৎসবটি ধুমধামের সঙ্গে পালন করা হয়। ভগবান জগন্নাথ, ভগবান বলরাম ও দেবী সুভদ্রার শোভাযাত্রা প্রত্যক্ষ করতে লক্ষ লক্ষ ভক্ত জগন্নাথ পুরী মন্দিরে জড়ো হন। রাস্তায় রথের দড়ি টানার পাশাপাশি চলে রথযাত্রার শুভেচ্ছা বার্তা।পুরীর সঙ্গে অন্যান্য জায়গায় জগন্নাথ মন্দিরে রথের রশিতে টান পড়বে৷
    তারই ধারাবাহিকতায় আজ শুভ রথ যাত্রা রংপুরের পালপাড়া মূলাটোলে লাখো লাখো ভক্ত সমাগম। আষাঢ় মাসের শুক্লপক্ষে আয়োজিত হয় রথযাত্রা। এই বছরে জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন হচ্ছে ২০ জুন। জগন্নাথ রথযাত্রা ২০২৩ ঘিরে রীতিমতো উৎসবের আমেজ দেশ জুড়ে।।

    আরও খবর

    Sponsered content