• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    রাজস্থলীতে সড়ক দুর্ঘটনায় আহত ৪

      প্রতিনিধি ২১ জুন ২০২৩ , ১০:০৫:৩৯ প্রিন্ট সংস্করণ

    হারাধন কর্মকার রাজস্থলী।

    রাঙ্গামাটির রাজস্থলীতে সি এনজি অটোরিক্সা নিয়ন্ত্রণ হারিয়ে ৪ জন যাত্রী আহত হয়েছে। তাদের কে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বুধবার (২১ জুন ) বেলা ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা না ঘটেলও সিএনজি অটোরিক্সা (চট্রগ্রাম -থ -১৪ ) দুমড়ে মুচড়ে গেছে।
    প্রত্যক্ষদর্শীরা ইসলামপুর এলাকার ইউপি সদস্য এমদাদুল হক মিলন জানায়, চন্দ্রঘোনা থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিক্সা উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ইসলামপুর আনসার ব্যাটালিয়ন ক্যাম্পের একটু পিছনে ভাঙ্গাপোল এলাকায় পাহাড়ের উপর উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নিচে পড়ে যায় । এই ঘটনায় সিএনজি গাড়ীতে থাকা ৪ জন আহত হয়।আহতরা হলেন, নুর আলম (৫৩) পিতা মৃত আবু সাইদ মরিয়ম নগর রাঙ্গুনিয়া, আবদুল মেম্বার (৪৫) পিতা মৃত মতিউর রহমান কোদালা রাঙ্গুনিয়া, জসিম উদ্দিন (৫০) পিতা আবদুল হক রাঙুনিয়া কলেজ এলাকা, জমির উদ্দিন (৪৪) মৃত আবদুল খালেক কোদালা রাঙ্গুনিয়া চট্রগ্রাম। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজস্থলী সদর হাসপাতালে প্রেরণ করে।
    রাজস্থলী সদর হাসপাতাল আরএমও ডা, সোহেল চৌধুরী জানান, বেলা ১টার দিকে গুরুতর আহত অবস্থায় ৪ জনকে রাজস্থলী সদর হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে চট্টগ্রামে পাঠানো হয়েছে। অন্য ৩ জনকে রাজস্থলী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
    এ বিষয়ে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ ( ওসি) জাকির হোসেন জানান দুর্ঘটনার খবর শুনেছেন বলে জানান।

    আরও খবর

    Sponsered content