• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    জলাবদ্ধতা নিরসনের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

      প্রতিনিধি ২২ জুন ২০২৩ , ৯:৫০:৪৩ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
    ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়ীয়া শ্যামলীবাড়ী মোড় সড়কে জলাবদ্ধতা নিরসন ও উন্নত ড্রেনেজ ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার (২২ জুন) সকালে শহরের ফুলবাড়ীয়া শ্যামলীবাড়ী তিন রাস্তার মোড়ে এই মানববন্ধন করা হয়। এলাকায় বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষ অংশগ্রহণ করে। মানববন্ধনে ফুলবাড়ীয়া এলাকার ৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খবির উদ্দিন আহম্মেদ বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফুলবাড়ীয়া শ্যামলীবাড়ী তিন রাস্তার মোড়ের অংশের সড়কটিতে পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়েছে। যার কারণে এলাকার মানুষ চলাফেরা করতে পারেন না। ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছেন না। মুসল্লিরা মসজিদে নামাজে যেতে পারছেন না। খানাখন্দের কারণে প্রায়ই এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। আমরা পৌরসভাকে বেশ কয়েকবার বলার পরও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। আমরা দাবি জানাই, ঈদের আগে যেন ওই রাস্তাটি মেরামত করা হয় এবং ঈদের পরে যেন রাস্তাটি নতুন করে নির্মাণ করা হয়। হালকা বৃষ্টিতে নন্দনপুর শিল্পনগরীতে জলাবদ্ধতা, কার্যক্রম ব্যাহত।

    স্থানীয় বাসিন্দা সাংবাদিক ও সাংস্কৃতি কর্মী মো. মনির হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ফুলবাড়ীয়া শ্যামলীবাড়ী তিন রাস্তার মোড়ের অংশের সড়কটিতে পানি জমে খানাখন্দের সৃষ্টি হয়েছে। উন্নত ড্রেনের ব্যবস্থা না করার কারণে সৃষ্টি হয়েছে স্থায়ী জলাবদ্ধতা। এতে এলাকার মানুষ চলাচল করতে গিয়ে ভোগান্তিতে পরছেন। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে সড়কটি জলাবদ্ধতা মুক্ত করাসহ ড্রেনগুলো প্রশস্ত করতে পৌর কর্তৃপক্ষের কাছে দাবি জানান। সাবেক কাউন্সিলর মোস্তাফ আহম্মেদ খোকন, যুবলীগ নেতা মিনহাজ নবী খান পলাশ, নদী নিরাপত্তা বিষয়ক সামাজিক সংগঠন তরীর আহ্বায়ক শামীম আহমেদ, জালাল মাস্টার, তরী সংগঠক খালেদা মুন্নী, হৃদয় কামালসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

    আরও খবর

    Sponsered content