• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    ঈদগাঁওর কোরবানীর পশুর বাজার জমজমাট : গরু-মহিষে ভরপুর

      প্রতিনিধি ২৪ জুন ২০২৩ , ১২:৩১:২৯ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর, ঈদগাঁও (কক্সবাজার)

    দক্ষিন চট্রলার বৃহৎ কোরবানী পশুর হাট বসে কক্সবাজারের নতুন উপজেলা ঈদগাঁওর বাজারে। এই পশুর হাটে বৃহত্তর এলাকাসহ বিভিন্ন উপজেলার প্রত্যান্ত গ্রামগঞ্জ থেকে গরু মহিষ এনেছেন বিক্রেতারা। এ পশুর বাজারটি জমজমাট আকার ধারন করছে।

    ২৪ জুন (শনিবার) গুড়ি গুড়ি উপেক্ষা করে দুপুরের পর থেকে কোরবানি পশুর হাটে নানান সাইজের গরু মহিষে ভরে উঠে। দামের উপর নির্ভর করে কেউ কেউ দেখছেন আবার কেউবা কোরবানীর পশু কিনছেন। অনেকে পশুর দরদামে ব্যস্তমুখর।

    প্রাপ্ত তথ্য মতে, প্রতিবছরের ন্যায় এবছরও কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কস্থ ঈদগাঁওর স্টেশনের দীর্ঘলাইন জুড়ে কোরবানী পশুর হাট জমে উঠেছে। তবে হাটে দেশীয় মাঝারি সাইজের গরুর চাহিদা বেশি। দামও কিন্তু কম নয়। পাশাপাশি বড় আকারের গরু ও মহিষ ছিল চোখে পড়ার মত। তবে এ বাজারে কিং কালিয়া নামের একটি বড় গরুর দাম হাকিয়েছে ৬ লক্ষাধিক টাকা, অপরদিকে তুফান নামের আরেকটি গরুর দাম হাকিয়েছে ৪ লক্ষাধিক টাকা। মহা সড়কের দুইপাশ যেন গরু আর মহিষে ভরপুর।

    বাজারে আসা স্থানীয় কজন জানান, কোরবানির জন্য দেশীয় গরুর দিকে ঝুঁকছেন ক্রেতারা। কিন্তু দাম চড়া। হিসেবে মিলাতে পারছেনা অনেকে। আরো কদিন বাকী আছে ঈদুল আযহা। দেখা যাক।

    দেখা যায়, গরু মহিষ রাখার জন্য আলাদা পরিসরে সুন্দর ব্যবস্থা রয়েছে। আইন-শৃংখলা বাহিনী সর্বদা টহলে রয়েছে। জাল নোট শনাক্তকরন বুথ রয়েছে পশু বাজারে। বৃহত্তর ঈদগাঁও উপজেলা লোকজন ছাড়াও রামু, চকরিয়া উপজেলার বিভিন্ন পাড়া মহল্লা থেকেও আসছে কোরবানীর গরু-মহিষ কিনতে।

    বাজার ইজারাদার রমজান কোম্পানী জানান, এই হাট বাজারে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের লক্ষ্যে পুলিশী টহল অব্যাহত রয়েছে। ক্রেতা-বিক্রেতা যাতে সুষ্টু ও সুন্দর পরিবেশে কাঙ্খিত, পছন্দের গরু মহিষ কিনতে পারে সেই ব্যবস্থাও করা হয়।

    আরও খবর

    Sponsered content