• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ইসলামী জীবন

    পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানালেন মো: আব্দুল গাফফার হীরক

      প্রতিনিধি ২৫ জুন ২০২৩ , ১:৪৬:৫৩ প্রিন্ট সংস্করণ

    মোঃ আব্দুস সালাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি:

    পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মো: আব্দুল গাফফার হীরক, ডিরেক্টর, এডমিশন এন্ড প্রমোশন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকা। ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ ১ বছর অতিক্রম করে চলে আসে কুরবানির আনন্দ পবিত্র ঈদ-উল-আযহা। আর এই ঈদ সারা বিশ্বের মুসলমানদের জন্য বয়ে আনে আনন্দের বার্তা। সকল প্রকারের ভেদাভেদ ভুলে সকল শ্রেণি-পেশার মানুষকে এক সাড়িতে দাঁড় করায় এই পবিত্র ঈদ। প্রতিবছর ঈদ আসে আমাদের জীবনে আনন্দ আর সীমাহীন প্রেম প্রীতি ও কল্যাণের বার্তা নিয়ে।
    এ ইউনিভার্সিটি সংক্ষিপ্ত পরিচিতি ও বৈশিষ্ট্যসমূহঃ
    >প্রতিষ্ঠা সাল- ২০০৩ সাল
    >অবস্থান -ঢাকার গুলশান
    >পরিচালনায় – আবুল খায়ের গ্রুপ (বাংলাদেশের শীর্ষ গ্রুপ)
    >স্নাতক প্রোগ্রামসমূহ –
    বিবিএ, ইকোনমিক্স (অনার্স),
    ইংলিশ (অনার্স),
    বিএসসি ইন কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং (CSE),
    বিএসসি ইন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (EEE), বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং (CE)
    >মাস্টার্স প্রোগ্রামসমূহ-
    এমবিএ, রেগুলার এমবিএ,
    এমএ ইন ইংলিশ,
    এমএ ইন ইকোনমিক্স
    >শিক্ষার্থী সংখ্যা – প্রায় ৪১৩২ জন
    >সুবিধাসমূহ-
    *ডাবল A+ -সম্পূর্ণ বিনাবেতন
    *মুক্তিযুদ্ধার সন্তান-সন্ততি ও নাতি-নাতনী সম্পূর্ন বিনাবেতন
    *আদিবাসী ও প্রতিবন্ধী কোটায় বিশেষ বৃত্তি *দারিদ্র্য শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি *চাকুরীজীবিদের জন্য শুক্রবারে ক্লাসের সুযোগ।
    * গুণগত কোয়ালিটি শিক্ষা প্রদান।

    শুভেচ্ছান্তে-মো: আব্দুল গাফফার হীরক, ডিরেক্টর, এডমিশন এন্ড প্রমোশন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ঢাকা

    আরও খবর

    Sponsered content