• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    শিবগঞ্জে জামিনে থাকা আসামিকে শ্বশুর বাড়ি ঘেরাও করে কুপিয়ে হত্যা

      প্রতিনিধি ২৬ জুন ২০২৩ , ১১:৪৮:৫৭ প্রিন্ট সংস্করণ

    মোঃবাবুল হক, চাঁপাইনবাবগঞ্জ

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোঃদুরুল হোদা (৪০) নামে ১ ব্যক্তিকে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।আলোচিত বিএনপি নেতা ও ইউপি সদস্য আলম ঝাপড়া হত্যা মামলার আসামি ছিলেন দুরুল হোদা।

    দুরুল নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ।

    নিহত দুরুল হোদা চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মিরাটুলি বাবুপুর গ্রামের চাঁন মণ্ডলের ছেলে।

    রবিবার (২৫ জুন)রাতে শিবগঞ্জ উপজেলার টুনটুনিপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে দুরুলের ওপর হামলার ঘটনাটি ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেয়া হয়েছে।

    চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. আব্দুস সামাদ জানান, দুরুলের দুই পায়ে ও দুই হাতে দেশি অস্ত্রের আঘাত রয়েছে। উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর প্রচণ্ড রক্তক্ষরণ হয়েছে।

    দুরুলের বোন আয়েশা বেগম জানান, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর নামক স্থানে পৌঁছালে রাত সাড়ে ৮ টার দিকে দুরুলের মৃত্যু হয়।

    নিহত দুরুলের শ্যালিকা মরিয়ম খাতুন জানান, একটি হত্যা মামলায় সম্প্রতি আদালত থেকে জামিন পান দুরুল। এরপর নিরাপত্তার অভাবে নিজ বাড়িতে না উঠে শ্বশুর আনারুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। সেখানে গিয়ে দুর্বৃত্তরা বাড়ি ঘেরাও করে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে মৃত ভেবে তাঁকে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

    হত্যার ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব বিপিএম পিপিএম (বার) এর নির্দেশনায় শিবগঞ্জ থানা পুলিশ ও এসআই আসগর আলীর নের্তৃত্বে ডিবি পুলিশ হত্যাকান্ডের পর ছায়া তদন্ত শুরু করেছেন।

    উল্লেখ্য, গত ১৩ এপ্রিল মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন নয়ালাভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ও সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপির সভাপতি আলম হোসেন ঝাপড়া।এ সময় দুর্বৃত্তরা ককটেল ফাটিয়ে গতিরোধ করে তাঁকে কুপিয়ে হত্যা করে।

    এ ঘটনায় নিহতের ভাই বাবুল আলী শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এ মামলায় এজাহার নামীয় ১২ নম্বর আসামি ছিলেন নিহত দুরুল হোদা ।

    আরও খবর

    Sponsered content