• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    আজ ক্রীড়া ভাষ্যকার মো. আইনুল ইসলামের জন্মদিন

      প্রতিনিধি ২৮ জুন ২০২৩ , ১২:৫০:০৮ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    ক্রীড়া ভাষ্যকার মো. আইনুল ইসলামের শুভ জন্মদিন।তিনি আজকের এই দিনে জন্ম তারিখ ১৯৮৮ সালের ২৬ জুন পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার ইলশামারী গ্রামে জন্মগ্রহণ করেন।

    পিতা মো. জুলমত সরদার, মাতা মোছা. জামেলা খাতুন, পিতা জীবিত বৃদ্ধ বাড়িতে থাকেন, তারা ৪ ভাই বোন, এক বোন কয়েক বছর আগে মারা যায়, বর্তমানে তিন ভাই বোনের (বড় বোন, বড় ভাই) মধ্যে তিনি সবার ছোট।

    এই ক্রীড়া ভাষ্যকার নিজ গ্রাম ইলশামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে পঞ্চম শ্রেণী পাশ করেন, ২০০৩ সালে বিজ্ঞান বিভাগে এয়ারপোর্ট একাডেমী থেকে এস.এস.সি, ও ২০০৫ সালে বিজ্ঞান বিভাগ সরকারি সাঁড়া মাড়োয়ারি মডেল স্কুল এন্ড কলেজ, থেকে এইচ এস.সি এবং সরকারি এডওয়ার্ড কলেজ সরকারি এডওয়ার্ড কলেজ থেকে পদার্থ বিজ্ঞানে অনার্স ৩য় বর্ষ পর্যন্ত পড়াশোনা শেষ করেন।

    ২০০২ সাল থেকে স্থানীয় পর্যায়ে ক্রীড়া ধারাভাষ্য শুরু করেন, বিভিন্ন জেলাতেও ধারাভাষ্য করেন, স্কুল কলেজ লেভেলে ক্রিকেট ও ফুটবল খেলায় অংশগ্রহণ করেন, তিমি পেশায় একজন টিউটর দীর্ঘদিন ধরে টিউশনি করে আসছেন। বর্তমানে টিউশনির পাশাপাশি ক্রীড়া ধারাভাষ্য ও আইনজীবী সহকারী, জজকোর্ট পাবনাতে কাজ করেন।

    তরুণ এই প্রতিভাবান ক্রীড়া ভাষ্যকার ২০২৩ সালের ৭ মার্চে প্রথম বাংলাদেশ বেতার, রাজশাহীতে সাপ্তাহিক ক্রীড়া বিষয়ক ম্যাগাজিন ক্রীড়াঙ্গনে, ক্রীড়া বিশ্লেষক হিসাবে প্রথম প্রোগ্রাম অংশগ্রহণ করেন, এখন প্রতি মাসেই নিয়মিত বাংলাদেশ বেতার রাজশাহীতে প্রোগ্রাম করেন।

    ঈশ্বরদী উপজেলা, পাবনা জেলা পর্যায়েরও বেশ কিছু খেলার ধারাভাষ্য অংশগ্রহণ করেন, বর্তমানে সহ-কোষাধ্যক্ষ ‘বাংলাদেশ ইমার্জিং স্পোর্টস কমেন্টেটরস এসোসিয়েশন’ ক্রীড়া বিশ্লেষক বাংলাদেশ বেতার রাজশাহী তালিকাভুক্ত আছেন।

    এই প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন- ধারাভাষ্যের গুরু জাতীয় ধারাভাষ্যকার মোহাম্মদ কামরুজ্জামান, তার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি আমি তাকে আজকে শ্রদ্ধাভরে সম্মান জানাই। তরুণ এই ক্রীড়ানুরাগী বিবাহিত জীবনে স্ত্রী, ১ মেয়ে, ১ ছেলের জনক হিসেবে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে বসবাস করছেন। আজ তার শুভ জন্মদিন। শুভ হোক আগামী দিনের পথ চলা।

    আরও খবর

    Sponsered content