• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    আলীকদম সাংবাদিক ফোরামের কমিটি গঠিত, তৌহিদুল ইসলাম সভাপতি, মোস্তাইন বিল্লাহ্ সাধারন সম্পাদক

      প্রতিনিধি ১ জুলাই ২০২৩ , ২:৫১:৫১ প্রিন্ট সংস্করণ

    আলীকদম প্রতিনিধি

    বান্দরবানের আলীকদমে “সাংবাদিক ফোরাম” এর কমিটি গঠন করা হয়েছে। ০১জুলাই (শনিবার) সকালে দামতুয়া রেষ্টুরেন্টে এক অনাড়ম্বর আনুষ্ঠানিকতায় দৈনিক অপরাধ অনুসন্ধান , বান্দরবান জেলা প্রতিনিধি ও অনলাইন পোর্টাল “দৈনিক নিউজ বাংলাদেশ প্রতিদিন ” এর বার্তা সম্পাদক, টি আই মাহামুদ (তৌহিদুল ইসলাম মাহামুদ)কে সভাপতি এবং জাতীয় পত্রিকা “দৈনিক প্রতিদিনের কাগজ”এর আলীকদম উপজেলা প্রতিনিধি, অনলাইন পোর্টাল “দৈনিক আলোকিত চট্রগ্রাম’র সম্পাদক ও প্রকাশক, এস.এফ.এম মোস্তাঈন বিল্লাহ্ কে সাধারন সম্পাদক করে আগামী এক বৎসরের জন্য কমিটি ঘোষনা করা হয়।

    আলীকদম সাংবাদিক ফোরামের অন্যান্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক – মোঃ সাহেদুল হক, আলীকদম প্রতিনিধি, দৈনিক আমার বার্তা। কোষাধ্যক্ষ – মোঃ জয়নাল আবেদীন, আলীকদম প্রতিনিধি, আজকালের কন্ঠ। মোঃ জমির উদ্দিন – প্রচার সম্পাদক, বাংলাদেশ সমাচার, আলীকদম প্রতিনিধি। আতিকুর রহমান – সদস্য, দৈনিক নিউজ বাংলাদেশ প্রতিদিন (অনলাইন পোর্টাল) আলীকদম প্রতিনিধি। উদীয়মান কবি মোঃ জিয়াবুল হক – সদস্য। সংগঠনের সভাপতি টি আই. মাহামুদ বলেন, আজকাল সাংবাদিক নিজেরাই নিজেদের প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে। নিজেকে অন্যের কাছে বড় করে উপস্থাপন করতে সহকর্মী সাংবাদিকদের তুচ্ছ তাচ্ছিল্য করছে। নিজেরা স্বচ্ছ থেকে অন্য সংগঠনের কারো দুর্বলতা প্রকাশ না করতে তিনি আলীকদম সাংবাদিক ফোরামের সকল সদস্যের প্রতি আহ্বান জানান। এবং সংগঠন ও রাষ্ট্র বিরোধী কার্যকলাপ হতে নিজেদের দূরে রাখতে অনুরোধ জানান।কমিটি গঠন কালে সংগঠনের সাধারণ সম্পাদক, মোস্তাঈন বিল্লাহ বলেন, সাংবাদিকরা হলো জাতির বিবেক, সমাজ সংস্কার, সমাজে ভালো কাজ করার প্রতিশ্রুত। সাংবাদিকতা হচ্ছে সমাজের প্রতি অঙ্গীকারবদ্ধতা থেকে নিজেকে সেক্রিফাইস ও নিবেদিত করে সমাজের জন্য কাজ করা। সাংবাদিকতাকে শুধু একটি চাকরি বা পেশা হিসেবে বিবেচনা করা যায় না।

    তাই এই সংগঠনের সকল সদস্যের প্রতি বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরণে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার পরামর্শ দেন।

    আরও খবর

    Sponsered content