• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    বগুড়ায় দাঁড়িয়ে থাকা অটোভ্যানে বাসের ধাক্কা, প্রাণ গেল চালকের

      প্রতিনিধি ৩ জুলাই ২০২৩ , ১১:৩৪:৫৯ প্রিন্ট সংস্করণ

    কাওছার মিয়া দিপু বগুড়া জেলা প্রতিনিধি

    বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোফাজ্জল আলী মোফা (৩৮) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বাস চালককে আটক করেছে পুলিশ। সোমবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার চৌমুহনী বাসস্ট্যান্ড এলাকায় বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মোফাজ্জল বেলাইল খামারগাড়ী গ্রামের মুনছুর আলীর ছেলে।আটক বাসচালক হলেন কাহালু উপজেলার মুরইল এলাকার সিরাজুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেন দুপচাঁচিয়া থানার ওসি আবুল কালাম আজাদ।

    স্থানীয়দের বরাতে তিনি জানান, মোফাজ্জল বাজারের আলতাফনগর রাস্তার মোড়ে ভ্যানের উপর বসে ছিলেন। হঠাৎ ভ্যানের পিছনে নওগাঁগামী একটি বাস ধাক্কা দেয়। এ সময় বাসের নিচে চাপা পড়ে ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয় লোকজন বাসের চালককে আটক করে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং বাসচালককে থানায় নিয়ে আসে। ওসি আবুল কালাম আজাদ বলেন, নিহতের পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।।

    আরও খবর

    Sponsered content