• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    মাটিরাঙ্গায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ

      প্রতিনিধি ৮ জুলাই ২০২৩ , ৪:৪০:৪৬ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় মাধ্যমিক পর্যায়ের সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয় নবম ও দশম শ্রেণির ১৯৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনশুমারি ও গৃহগণনায় ব্যবহৃত প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ট্যাব বিতরণ করা হয়েছে।

    ৮ জুলাই-২০২৩ শনিবার সকাল ১১ টায় মাটিরাঙ্গা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিসের আয়োজনে প্রধানমন্ত্রীর উপহার মেধাবী শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার, ডেজী চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সাংসদ ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

    উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য, কল্যাণ মিত্র বড়ুয়া, সূদর্শী চাকমা (শুভ মঙ্গল), হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান, মো. আনিসুজ্জামান ডালিম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগম, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ, মো. জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সুবাস চাকমা প্রমুখ।

    অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মীর মো. মোহতাছিম বিল্লাহ।
    মাটিরাঙ্গা উপজেলার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ও এমপিওভুক্ত বিদ্যালয় নবম ও দশম শ্রেণির ১৯৮ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ সব ট্যাব বিতরণ করা হয়েছে।

    প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কর্ফোসের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। বিএনপি ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে ধ্বংস করতে পায়তারা চালাচ্ছে।

    অনুষ্ঠান শেষে বনায়নের উদ্যোগে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপন করেন প্রধান অতিথি এবং শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের গাছের চারা বিতরণ করা হয়েছে। দেশ জুড়ে ঘরে ঘরে গিয়ে মানুষের তথ্য সংগ্রহ করতে প্রায় চার লাখ ট্যাবলেট কিনে ছিল বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। জনশুমারির পর সেগুলো দেশের মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘প্রধানমন্ত্রীর উপহার’ হিসেবে বিতরণ করা হয়।

    আরও খবর

    Sponsered content