• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ঈদগাঁওতে সড়ক-উপসড়কে অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের ছড়াছড়ি

      প্রতিনিধি ১২ জুলাই ২০২৩ , ৭:৪৬:১৬ প্রিন্ট সংস্করণ

    এম আবু হেনা সাগর,ঈদগাঁও

    কোন প্রকার প্রশিক্ষণ ছাড়াই চট্টগ্রাম-কক্স বাজার মহাসড়কসহ উপসড়কে যাত্রীবোঝাই তিন চাকার যানবাহনে ছুটছেন অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালকরা। ওস্তাদ (চালকের) কাছ থেকে শিখে লাইসেন্স ছাড়াই তারা বসছেন চালকের আসনে। অদক্ষদের হাতে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা কমছেনা। অনেক যানবাহন মালিকরা দেখে শুনে এসব অপ্রাপ্তবয়স্ক চালকদের হাতেই তুলে দিচ্ছেন চাবি।

    জানা যায়, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কেই তিন চাকার যানবাহন যেন চোখে পড়ার মত।এমনকি দক্ষিন চট্রলার বৃহৎ বানিজ্যিক উপ শহর ঈদগাঁও বাজার ও নবগঠিত উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপসড়কে টমটম ও অটো রিক্সার পাল যেন দেখার কেউ নেই। কিন্তু সেই তুলনায় চালক নেই। গাড়ির মালিকরা বাধ্য হয়ে অদক্ষ শিশু কিশোরদের হাতে গাড়ির চাবি তুলে দিচ্ছে। প্রায় চালক যেন ওস্তাতদের কাছ থেকেই শেখানো। এসব যানবাহনের নেই কোন লাইসেন্স। ঝুঁকি নিয়ে কিশোর চালকরা চালাচ্ছেন গাড়ী।

    যাত্রী শামসুল ও আলমরা জানান, বৃহত্তর ঈদগাঁওতে অল্প বয়সী তরুন চালকের সংখ্যা বেশি। ঝুঁকি জানার পরেও এসব গাড়িতে উঠতে বাধ্য হচ্ছি। করার কিছু নেই।

    কয়েক তরুনরা জানান, মহাসড়ক ও উপ সড়কের সবখানে অদক্ষ-অপ্রাপ্তবয়স্ক চালকের ছড়াছড়ি। তারা অনেক দ্রত বেগে গাড়ি চালায়। সড়কে দাঁড়ানো যাত্রী তুলতেই হঠাৎ ব্রেক দেয়। এতে অনেক যাত্রীর সমস্যা হয়। এছাড়া গাড়ি খালি থাকলে উল্টো পথের যাত্রী নিতে এদিক ওদিক না তাকিয়ে গাড়ি ঘুরিয়ে দেয়। যাতে করে,সড়ক দুর্ঘটনার শংকা রয়েছে।

    শিক্ষার্থীরা জানান, কিশোরেরাও রাস্তায় বেপ রোয়া গতিতে গাড়ি চালায়, যাত্রীরা সাবধান করলে তারা শুনেনা। এসব তরুন চালকদের বিষয়ে ব্যবস্থা গ্রহনের দাবীও জানান।

    অভিজ্ঞ চালকরা জানান, অপ্রাপ্ত বয়স্কদের দিয়ে গাড়ি চালানোর পক্ষে নন তারা। তাছাড়া পেশার প্রবণতা হচ্ছে, হেলপার পরবর্তীতে চালক হয়ে আসে। চালকদের হাত ধরে হেল পারেরা যানবাহন চালানো শেখে। লাইসেন্স ধারী, অভিজ্ঞ, দক্ষ চালকের সংখ্যা খুব কম। অল্প সংখ্যক থাকলেও তারা অদক্ষ চালকের কারনে দিশেহারা।

    কিশোর,অদক্ষ ও লাইসেন্স বিহীন চালকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃ পক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

    আরও খবর

    Sponsered content