• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজশাহী

    বাগমারা উপজেলার জামগ্রাম উচ্চ বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ

      প্রতিনিধি ১৩ জুলাই ২০২৩ , ১২:৫২:৩২ প্রিন্ট সংস্করণ

    মো: জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টার

    রাজশাহীর বাগমারা উপজেলার জামগ্রাম উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর শিক্ষার্থীদের অবিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১১টা দিকে বিদ্যালয়ের হলে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে জামগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলবার রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মো: ইয়াকুব আলী, মো: মাহাবুর ইসলাম , মো: মজিদ ইসলাম, মো: বক্কর আলী, মো: রহিদুল আলী ও তাহেরপুর পৌরসভার তদন্ত পুলিশ (এস আই) মো: জেলারুল ইসলাম।

    অবিভাবক মো: রাজ্জক আলী, মো: আজিম আলী,মো: সৌয়দ আলী, মো: শফি ইসলামসহ অন্যান্য ব্যক্তিবর্গ। সমাবেশে অবিভাবকদের নিয়ে বাল্যবিবাহ রোধ, ইফটিজিং, মাদক ও ডেঙ্গু প্রতিরোধ সম্পর্কে আলোচনা করা হয়। ও পড়াশুনায় মন দিতে হবে, বাল্যবিবাহ ও ডেঙ্গু নিয়ে অবিভাবকদের সচেতন করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: গোলবার বলেন, বাল্যবিবাহের কারণে আমাদের সমাজের ছেলে মেয়েরা অকালে ঝরে পড়ছে। এছাড়াও তাদের পারিবারিক বিভিন্ন কলহের সৃষ্টি হচ্ছে। এজন্য উপযুক্ত বয়স না হলে বিবাহ করানো যাবে না ছেলে মেয়েদের। আর বর্তমানে ডেঙ্গুর উৎপাত বেড়েছে। এজন্য আমাদের চারপাশ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও অহেতুক পানি জমে থাকতে দেখলে তা ফেলে দিতে হবে বা নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে।

    আরও খবর

    Sponsered content