• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • ধর্ম

    বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক আশফাকুর রহমান খান আর নেই

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২৩ , ৩:১০:২০ প্রিন্ট সংস্করণ

    এম. জুলফিকার আলী ভুট্টো, বিশেষ প্রতিনিধি-

    বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক (অনুষ্ঠান), বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম সংগঠক, আশফাকুর রহমান খান আর নেই।১৪ জুলাই-২০২৩ শুক্রবার সকাল সাড়ে ৮ টায় ঢাকাস্থ একটি বে-সরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল প্রায় ৮২ বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    তিনি ১৯৪১ সালে ৫ ডিসেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগরে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। আশফাকুর রহমান খান ১৯৬৮ সালে তৎকালীন রেডিও পাকিস্তানের ঢাকা কেন্দ্রে অনুষ্ঠান প্রযোজক পদে যোগদান করেন। এর পরে তিনি বাংলাদেশ বেতারের বিভিন্ন কেন্দ্র ও ইউনিটে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালের ৩ ডিসেম্বর উপ-মহাপরিচালক পদ থেকে অবসর গ্রহণ করেন। ১৯৭১ সালের ৮ মার্চ যে ৮-১০ জন বেতারকর্মী পাকিস্তান সামরিক জান্তার রক্ত চক্ষু উপেক্ষা করে, জীবনের ঝুঁকি নিয়ে ৭ মার্চের ভাষণ তৎকালীন রেডিও পাকিস্তান ঢাকা কেন্দ্র থেকে প্রচার করে ছিলেন তাদের একজন ছিলেন ঢাকা কেন্দ্রের তৎকালীন অনুষ্ঠান সংগঠক আশফাকুর রহমান খান।

    মুক্তিযুদ্ধের শুরুতে তিনি জীবনের ঝুঁকি নিয়ে ঢাকা বেতার কেন্দ্র থেকে লুকিয়ে টেপ নিয়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যোগ দেন। তিনি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান শাখার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাণীবদ্ধকরণ ও প্রচারে গুরুত্বপূর্ণ পালন এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গুরুত্বপূর্ণ ভূমিকাসহ মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য বাংলাদেশ বেতারের এই মহান ব্যক্তিত্বকে বাংলাদেশ সরকার ২০০১ সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন।

    স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা সংগঠক, স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত শব্দ সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ বেতারের সাবেক উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) আশফাকুর রহমান খান ঢাকাস্থ একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে ইন্তেকাল করেন।

    আরও খবর

    Sponsered content