• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    বৈরাগ ইউনিয়ন কাফকো সেন্টার ১ও২ কান্তির হাট পর্যন্ত ড্রেন ও গুয়াপঞ্চক চলাচালের সড়ক উম্মুক্ত কার প্রস্তাব

      প্রতিনিধি ১৪ জুলাই ২০২৩ , ৬:৪৫:২৩ প্রিন্ট সংস্করণ

    চট্টগ্রাম প্রতিনিধি আহমদ রেজা

    বৈরাগ ইউনিয়ন কাফকো সেন্টার ১ও২ কান্তির হাট পর্যন্ত ড্রেনের ব্যবস্থা ও গুয়াপন্ঞ্চক দু পাশে চলাচালের সড়ক উম্মুক্ত প্রস্তাব।দোহাজারী প্রকৌশলী সাথে সাক্ষাৎকারে বিশেষ কিছু তথ্য মাধ্যমে এলাকার মানুষের সুধার কথা চিন্তা করে।তিন ইউনিয়েনের চেয়ারম্যানের সার্বিক সহযোগিতা প্রস্তাব গ্রহণ করেন।১নং বৈরাগ ইউনিয়ন চেয়ারম্যান জনাব নোয়াব আলী সাহেব,২নং চেয়ারম্যান এম কায়ওম শাহ ৪ নং চাতরী ইউনিয়নের চেয়ারম্যান জনাব আফতাবউদ্দিন সোহেল সাহেব উপস্থিতে প্রস্তাব করে।মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের একান্ত সহকারী সচিব
    জনাব রিদুয়ানুল করিম চৌং সায়েম ভাই ফোন করেন সড়ক ও জনপথ বিভাগের দক্ষিন নির্বাহী প্রকৌশলী জনাব সুমন সিংহ, কে -এলাকার খুব প্রয়োজনীয় কিছু কাজের জন্য,আজ দুপুর ০২ ঘটিকা সাক্ষাৎ করি দোহাজারি সড়ক বিভাগ এ-যা আলাপ
    হয়েছে। ১.কবিরার দোকান থেকে টানেল ওভারপাস এর উত্তরে
    বড় ড্রেনের সাথে ড্রেন সংযোগ করা। ২.মহালখান বাজার হইতে টানেল এর ওভারপাসের উত্তরে বড় ড্রেনের সাথে ড্রেন সংযোগ করা। ফলাফলঃইতিমধ্যে সেন্টার থেকে জুঁইদন্ডী সড়ক পর্য্যন্ত
    সড়কটি ১৮ ফুট করার জন্য প্রস্তাবনা পাটানো হয়েছে,
    প্রয়োজনীয় ড্রেন সংযুক্ত,বাজারের উপর আর সি সি
    ঢালাই যা মন্ত্রী মহোদয়ের সরাসরি নির্দেশনা ডি পি পি
    তৈরী করে অনুমোদনের জন্য পাটানো হয়েছে। ৩.চাতরী চৌমুহনী বাজার থেকে সড়কের পশ্চিম পাশে দক্ষিনে খালের সাথে সংযোগ করে ড্রেন নির্মান করা। ফলাফলঃ ৬ লেন সড়কের সাথে ড্রেন সংযুক্ত,সড়কের কাজ শেষে ড্রেন নির্মান করা হবে।
    ৪.শশী ক্লাব, এন ডি এ ডাম্পিং ষ্টেশনের মাঝখানে গুয়াপন্জক ও চাতরী ঢোকার জন্য U পারাপার স্পেস রাখা। ফলাফলঃনির্বাহী প্রকৌশলী সরেজমিনে আসবেন, প্রয়োজনীয়তা অনুভব করলে ব্যাবস্হা নেবেন। ৫.চৌমুহনী বাজারের উত্তরের গুয়াপন্ঞ্চক রাসতিয়াহ বাড়ির সামনের বিলের জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ
    নেওয়া। ফলাফলঃনির্বাহী প্রকৌশলী যাবেন,বিষয়টি গুরুত্ব
    সহকারে দেখবেন। ৬.মহালখান বাজার ও দক্ষিনে,কান্তির হাট এর পানি নিস্কাশনে জরুরি ব্যাবস্হা গ্রহন। ফলাফলঃজনগনের সহযোগিতায় দু,চেয়ারম্যান ১ ও ২ সার্বিক তত্বাবধানে স্কেবলেটর দ্বারা পানি অপসারণ ও নিস্কাশের ব্যাবস্হা আগামী ০১ সপ্তাহের মধ্যে। মাননীয় ভূমিমন্ত্রী আলহাজ্ব সাইফুজ্জামান চৌং জাবেদ এম পি মহোদয়ের উন্নয়ন উপভোগ করুন।

    আরও খবর

    Sponsered content