• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • রাজনীতি

    হাবিব খুনের বিচার হবে,হেলাল খুনের প্রকৃত রহস্য ও বের হবে জয়া সেনগুপ্তা

      প্রতিনিধি ১৫ জুলাই ২০২৩ , ১১:৩৮:৪৬ প্রিন্ট সংস্করণ

    বকুল আহমেদ তালুকদার, শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি

    আওয়ামীলীগ শাসনামলে সুবিচার পায়নি একথা কেউ বলতে পারবে না, এ সরকারই দেশ বিরোধী রাজাকারদের বিচারের মাধ্যমে ফাসি দিয়েছে, জঙ্গী-সন্ত্রাস নির্মুল করেছে, দেশের মানুষের শান্তি ফিরিয়েছে। জন নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের রোল মডেল। তাই বলছি, এ সাতপাড়া বাজারে গত ২৭জুন খুন হওয়া সাবেক মেম্বার হাবিবুর রহমান খুনের ঘটনায় কেউ রেহাই পাবে না, আপনারা অবশ্যি সুবিচার পাবেন। পাশাপাশি রহস্য জনক হেলাল খুনের প্রকৃত খুনিদের মুখোশ উন্মুচিত হবে। প্রকৃত রহস্য বের হবে। সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজারে এক জন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরের কথাগুলো বলেন দিরাই-শাল্লা আসনের সাংসদ ড. জয়া সেনগুপ্তা।
    জানা যায়, গত ২৭জুন সকালে উপজেলার সাতপাড়া বাজারে এক টেঠাযুদ্ধে ঘটনা স্থলে মজিবুর গ্রুপের হাবিবুর রহমান নিজাম-রিক্সন গ্রুপের লোক দ্বারা বুকে টেঠাবিদ্ধ হন এবং মারা যান। হাবিব মেম্বার খুনের ঘটনা চাপা দিতে ঘটনার প্রায় তিন ঘন্টা পর নিজাম-রিক্সনের লোকজন সরল সোজা চরিত্রের ২৫ বছর বয়সী যুবক হেলালকে খুন করে এলাকায় খুনের বিষয়টি প্রচার করে এবং হেলালের লাশ শাল্লা থানায় পাঠায়। যা নিয়ে ইতিপূর্বে দেশের বিভিন্ন পত্র-পত্রিকায় অনেক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ হয়েছে।
    এরই ধারাবাহিকতায় উক্ত দু’টি খুনের ঘটনা সঠিক তদন্তর মাধ্যমে প্রকৃত খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় এনে সর্বোচ্ছ শাস্তির দাবীতে সাতপাড়া বাজার কমিটি ও এলাকাবাসি ১৫জুলাই শনিবার বিকেলে এ জন সমাবেশের আয়োজন করে।
    অনুষ্টিত জন সমাবেশে কার্তিকপুর গ্রামের স্বনামধন্য ব্যক্তিত্ব মৃত চাঁন মিয়ার ছেলে বিশিষ্ট ব্যবসায়ি ওমর ফারুকের পরিচালনায় ও শাল্লা উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অলিউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সাংসদ ড. জয়া সেনগুপ্তা মূল্যবান বক্তব্যের মাধ্যমে সাবেক মেম্বার হাবিবুর রহমানের পরিবার সহ এলাকা বাসিকে খুনের ঘটনার সুবিচারের আশ্বাস দেন।
    এছাড়াও উক্ত জন সমাবেশে দিরাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামাল হোসেন, সহ সভাপতি সিরাজ উদ দৌলা, সাধারন সম্পাদক প্রদীপ রায়, সাংগঠনিক সম্পাদক এ্যাড. অভিরাম তালুকদার, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য টিকেন্দ্র চন্দ্র দাস, শাল্লা উপজেলার ৩নং বাহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু, ৪নং শাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আব্দুস সাত্তার মিয়া প্রমুখ বিশেষ অতিথির বক্তব্য রাখেন। সমাবেশের শুরুতে আদিত্যপুরের বিশেষ ব্যাক্তিত্ব ভাস্কর চৌধুরীর স্বাগত বক্তব্যের পর পর খুনের ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শী ও এলাকসবাসির কাছ থেকে জ্ঞাত হন সাংসদ ড. জয়া সেনগুতা।

    আরও খবর

    Sponsered content