• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • চট্টগ্রাম

    ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগরে কয়েকটি ইউনিয়নের দাঙ্গারোধে কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার

      প্রতিনিধি ১৭ জুলাই ২০২৩ , ১২:৫৬:১৩ প্রিন্ট সংস্করণ

    ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ায় দাঙ্গাহাঙ্গামা রোধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ সময় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

    দিনব্যাপী জেলার বিজয়নগর উপজেলায় বিভিন্ন গ্রামে দিনব্যাপী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
    উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- এককাট্টা ১২টি, বল্লম ৪০টি, টেঁটা ৮টি ও বাঁশের লাঠি ১৯০টি সহ মোট ২৫০টির অধিক দেশীয় অস্ত্র। বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মো. রাজু আহমেদ জানান, পুলিশ সুপারের নির্দেশনায় বিজয়নগর থানা পুলিশের একটি চৌকস দল পত্তন ইউনিয়নের শিবির, লক্ষ্মীপুর, মনিপুরসহ বিভিন্ন গ্রামের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে এসব দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে এ ধরনের কর্মকাণ্ড থেকে দূরে থাকতে স্থানীয়দের সতর্ক করা হয়।তিনি আরও জানান, দাঙ্গা নিয়ন্ত্রণে ও দেশীয় অস্ত্রের মজুদ রোধে উপজেলাব্যাপী অভিযান অব্যাহত থাকবে।

    আরও খবর

    Sponsered content