• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • বরিশাল

    ইউপি নির্বাচনে নৌকা’র প্রার্থী বিজয়ী

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ১:৪৬:১৫ প্রিন্ট সংস্করণ

    আমির হোসেন, ঝালকাঠি প্রতিনিধিঃ

    ঝালকাঠি সদর উপজেলার ৭নং পোনাবালিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন ১৭ জুলাই সোমবার অনুষ্ঠিত হয়েছে।

    আওয়ামীলীগ সমর্থীত নৌকা প্রতীকের প্রার্থী মো. ফারুক খান ৫ হাজর ৭০৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দি প্রার্থী (স্বতন্ত্র) আনারস প্রতীকে ওয়ারেচ আলী খান ভোট পেয়েছেন ৩ হাজার ৮ ভোট।

    এ নির্বাচনে চেয়ারম্যান ও মেম্বার পদে মোট ২৩জন প্রার্থী অংশগ্রহন করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে দু’জন, সাধারন সদস্য (মেম্বর) পদে ২৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

    ভোটাররা জানিয়েছেন দিনভর ভোটগ্রহন ছিলো সুষ্ঠু ও শান্তিপুর্ণ। কোনো কেন্দ্রে ছিলোনা কোনো অপ্রীতীকর ঘটনা। প্রশাসনের কঠোরতা ছিলো চোখে পড়ার মতো।

    রিটার্নিং কর্মকর্তা সারমিন আফরোজ জানিয়েছেন এ ইউনিয়নে ৯টি কেন্দ্রের ভোটার সংখ্যা ছিলো ১২ হাজার ৯৪২ জন। এর মধ্যে ৬ হাজার ৭৭৪ জন পুরুষ এবং ৬ হাজার ১৬৮ জন নারী।

    নব নির্বাচিত চেয়ারম্যান একই ইউনিয়নের পশ্চিম দেউরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চাকুরী করতেন। তার চাকুরীর বয়স ২৫ বছরের ঊর্ধ্বে হওয়ায় ২০১৮ সালের সরকারী চাকুরী আইনের ৪৪(১) ধারা অনুযায়ী তিনি চলতি বছরের পহেলা মে স্বেচ্ছায় অবসর নিয়ে ইউপি চেয়ারম্যান পদে নির্বাচন করার সিদ্ধান্ত নেন। আর তাকেই দেয়া হয় আওয়ামীলীগের সমর্থন। তার প্রতিদ্বন্দ্বি পরাজিত প্রার্থী ওয়ারেচ আলী খান বিএনপির সমর্থন নিয়ে এর আগে দু’বার এখানকার চেয়ারম্যান ছিলেন। আর ফারুখ খান ছিলেন ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তবে চেয়ারম্যান হিসেবে এবারই প্রথম নির্বাচিত হয়েছেন।

    উল্লেখ্য, মামলাতান্ত্রিক জটিলতা থাকায় নির্বাচন অনুষ্ঠান সময়মত না হওয়ায় দেশের অন্যান্য ইউপি নির্বাচনের সাথে না হয়ে দু’বছর পিছিয়ে এই ইউনিয়নের ভোট গ্রহন হয় আলাদা সময়ে।

    গত ৩১ মে ঝালকাঠি সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও পোনাবালিয়া ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শারমীন আফরোজ নির্বাচনী তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী সোমবার ১৭ জুন ভোট গ্রহন ও ফলাফল প্রকাশ করা হয়।

    আরও খবর

    Sponsered content