• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    গাইবান্ধায় ৯’শত ৯০পিছ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

      প্রতিনিধি ১৮ জুলাই ২০২৩ , ৪:১৮:৩১ প্রিন্ট সংস্করণ

    মোস্তাকিম রহমান, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

    গাইবান্ধা শহরের মেডিকেল মোড় নামক এলাকা থেকে ৯শত ৯০ পিস নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দসহ রিয়াজ উদ্দিন রাজিব (৩০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করে র‍্যাব।

    মঙ্গলবার (১৮ জুলাই) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

    গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন রাজিব নামের যুবক সে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার বড় (হাওজী) গ্রামের আব্দুল হক প্রধানের ছেলে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (১৮ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। ওই সময় গাইবান্ধা জেলা শহরের মেডিক্যাল মোড় নামক এলাকা থেকে অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রিকালে রাজিব নামের এক যুবকের কাছ থেকে ৯শত ৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

    মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামি সে মাদক কারবারির সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য মাদক কারবারিদের বিরুদ্ধে গোপনে অনুসন্ধান চলছে। ধৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content