• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • সারাদেশ

    কারবালার শিক্ষা নিয়ে প্রজন্মেকে সহজ পথ ও সুন্দর সমাজ বিনির্মাণ করতে হবে- মেয়র আইয়ুব বাবুল 

      প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ৩:০৬:১৫ প্রিন্ট সংস্করণ

    পটিয়া (চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:-

    পটিয়া উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও পটিয়া পৌরসভা মেয়র হাজী মো: আইয়ুব বাবুল বলেছেন, বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) এর দৌহিত্র ও হজরত আলী (রা.) এবং মা ফাতেমা (রা:) পুত্র বিশ্ব মুসলিমের নয়নমণি হজরত হোসাইন (রা.) আশুরা দিবসে কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে ইয়াজিদি বাহিনীর হাতে শাহাদাতবরণ করেন। এ নির্মম ঘটনাটি যতদিন এই পৃথিবী থাকবে ততদিন বিশ্ব মুসলিমের হৃদয়ে গভীর ক্ষতের সৃষ্টি হয়ে থাকবে। সত্য ও ন্যায়ের ওপর প্রতিষ্ঠিত কারবালার প্রান্তরে প্রতারিত নির্মম নির্যাতন ও নিপীড়নের শিকার হোসাইনি কাফেলা চিরস্মরণীয় ও বরণীয়। প্রতিটি মহররম ও প্রতিটি আশুরা আমাদের সত্য ও ন্যায়ের ওপর দৃঢ়পদ থাকার মাহাত্ম্য স্মরণ করিয়ে দেয়। কারবালা ময়দান থেকে শিক্ষা নিয়ে বতর্মান প্রজন্মকে সহজ পথ ও সুন্দর সমাজ বিনির্মাণ করতে  হবে। তিনি গতকাল শুক্রবার (২১ জুলাই) পটিয়া কেন্দ্রীয় শহীদ মিনারে পটিয়া হিজরী নববর্ষ উদযাপন পরিষদ আয়োজিত ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন কালে এ কথা বলেন।

    এতে প্রধান অতিথি ছিলেন মুসলিম জুরিস্ট এন্ড লয়্যার্স ফোরাম বাংলাদেশের মহাসচিব এডভোকেট আবু নাছের তালুকতার। পটিয়া হিজরী নববর্ষ উদযাপন পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ হাজী হাফেজ আহমদ আল কাদেরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিল সিলেট নূরে হাবিব কমপ্লেক্স প্রতিষ্ঠাতা মুহাম্মদ এনাম রেজা কাদেরী। স্বাগত বক্তব্য রাখেন পটিয়া হিজরী নববর্ষ উদযাপন পরিষদ মহাসচিব মুহাম্মদ মোরশেদ হোসেন নিজামী। বক্তব্য রাখেন

    মৌলান আহমদ নুর,  উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, শায়ের মে’রাজ রেজা কাদেরী, শাহজাদা সিফাত রেজা কাদেরী, উদযাপন কমিটি’র আহবায়ক মুহাম্ম দ ইউসুফ জিলানী, এমদাদুল ইসলাম কাদেরী, গোলাম মোস্তাফা মোহান, হাফেজ আখতারুল হক, মাওলানা কফিল উদ্দিন, বখতিয়ার হামিদ, মাস্টার কমরুদ্দিন, তওহীদুল আলম প্রমুখ।

     

     

    আরও খবর

    Sponsered content