• Archive Calendar

  • <img class=”alignnone size-full wp-image-10168″ src=”https://bdnewstoday24.com/wp-content/uploads/2023/05/IMG-20230504-WA0053.jpg” alt=”” width=100% height=”auto/>

  • তথ্যকণিকা

    তেতুলিয়া ডাহুক ব্রিজ সংলগ্ন সড়ক দুর্ঘটনায় একজন নিহত

      প্রতিনিধি ২২ জুলাই ২০২৩ , ৭:৫৭:২৯ প্রিন্ট সংস্করণ

    মো:শাহানশাহ সোহান, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

    গতকাল ২১ তারিখ রোজ শুক্রবার তেতুলিয়া ডাহুক ব্রিজ গ্লোপ খামার সংলগ্ন বাংলাবান্ধা এশিয়ান হাই রোডে জে কে ট্রান্সপোর্ট (ঢাকা মেট্রো – ট) ১৩-৮৫২৫ এর ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক মো:নুর ইসলাম(২৫) নামক এক ব্যাক্তি নিহত ও সিএনজি তে থাকা ৩ জন যাত্রী আহত ।
    জানা যায় তেতুলিয়া থেকে পঞ্চগড় যাওয়ার সময় জে কে ট্রান্সপোর্ট পিছন থেকে সিএনজি কে ধাক্কা দেয় । ধাক্কা লাগার সময় সেই সিএনজি চালকের স্পটে মৃত্যু হয় ।ও অটোতে থাকা তিন যাত্রী আহত হওয়ার কারণে তাদের তেতুলিয়া আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সিএনজিতে থাকা এক যাত্রী বলেন বেপরোয়া গতি নিয়ন্ত্রণ না করতে পারায় পিছন দিক থেকে ধাক্কা দেয় সিএনজিকে ।

    ঠিক একই সময় মো: সবুজ নামে এক ইজিবাইক/অটো চালক দুর্ঘটনাটি দেখতে পেয়ে তাহার ইজিবাইক/অটো টি রাস্তার এক সাইডে রাখে সিএনজি/যাত্রী দের দেখতে গেলে । পঞ্চগড় থেকে তেতুলিয়া যাওয়ার পথে একটি দশ চাকা ট্রাক(ঢাকা মেট্রো ট, ২৪-০২৯৫) তার ইজিবাইক/অটোটি কে ধাক্কা দেয় তারপর ওপর পাশে চা বাগানের দিকে ইজিবাইক/অটোটি পরে যায় ।জানা যায় সে ইজিবাইক/অটোটিতে কোনো যাত্রী ছিল না । ইজিবাইক/অটোটি চা-বাগানে পড়ে গেলে নানা ক্ষতি গ্রস্থ হয় ।

    এ বিষয়ে তেতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ওসি মোঃ জাকির হোসেন বলেন জে কে ট্রান্সপোর্ট (ঢাকা মেট্রো – ট) ১৩-৮৫২৫ এই গাড়িটির আমরা বাদী হয়ে মামলা দায়ের করেছি । চালক পলাতক তাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে । ও দশ চাকার ট্রাক(ঢাকা মেট্রো ট, ২৪-০২৯৫) সিএনজি সহ জব্দ করে রাখা হয়েছে ।

    আরও খবর

    Sponsered content